ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফিচার

কুমিরের মুখে ব্যাঙের খেলা!

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২১ ঘণ্টা, মে ২২, ২০১৬
কুমিরের মুখে ব্যাঙের খেলা!

ঢাকা: ছোট্ট হলেও বুকে একরাশ সাহস তার! কার? ওই যে ওই ব্যাঙটির। নয়তো কুমিরের চোয়াল ধরে ঝুলে থাকে? মৃত্যুর মুখকে পাত্তা না দিয়েই সে বানিয়ে ফেললো ঝোলাঝুলির খেলনা।


 
নোনাপানির কুমিরটিও অতো বড়সড় নয়, সেও শিশু। এমনিতেই ব্যাঙের এক হাত কুমিরের মুখের ভেতর চলে গেছে, তার ওপর কুমিরটি যদি আলগোছে দাঁত বসিয়ে দেয় তবেই ব্যাঙের বীরত্ব শেষ!

তবে ঘটনাস্থলে ছোট্ট কুমিরটি ব্যাঙকে মধ্যাহ্নভোজে পরিণত না করে বন্ধু ভাবতেই ইচ্ছুক ছিলো।

ইন্দোনোশিয়ার জাকার্তা থেকে ব্যাঙ-কুমির জুটির ছবি তুলেছেন একজন ম্যানেজমেন্ট ট্রেইনার দেউই প্রবিন।

৩৫ বছর বয়সী প্রবিন জানান, আমি মনে করি ব্যাঙটি ভাগ্যবান, আর কুমিরটিও ক্ষুধার্ত ছিলো না।

এই ব্যাঙগুলো এমনিতেই চটপটে স্বভাবের। ইন্দোনেশিয়ার রেইন ফরেস্ট, মালয়েশিয়া, থাইল্যান্ড, লাওস, ভিয়েতনাম ও চীনে এদের দেখা যায়।

বাংলাদেশ সময়: ০৪১৬ ঘণ্টা, মে ২২, ২০১৬
এসএমএন/এসএনএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।