ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফিচার

বিকেলে রাজধানীতে স্বস্তির বৃষ্টি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৬ ঘণ্টা, মে ২৫, ২০১৬
বিকেলে রাজধানীতে স্বস্তির বৃষ্টি ছবি: জিএম মুজিবুর- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দুপুর গড়িয়ে বিকেলে হতেই রাজধানীর আকাশে মেঘের ঘনঘটা। কালো মেঘ ছোটাছুটি করছিল এদিক-ওদিক।

ঝাপসা আবহাওয়া জানান দিচ্ছিল এখনই আকাশের বুক ভেঙে নামবে দারুণ বৃষ্টি। মেঘের এই লুকোচুরি খেলার একটু পরেই নেমে পড়লো ব্যস্ততম নগরীর বুকে স্বস্তির বৃষ্টি-জল।

 
গত কয়েকদিন থেকে এ রকম হঠাৎ হঠাৎ বৃষ্টির দেখা পাচ্ছে নগরবাসী। বুধবার (২৫ মে) সকাল থেকে অস্বস্তিকর ভ্যাপসা গরম পড়ে। হয়ত অনেকেই মনে মনে একটু স্বস্তির বৃষ্টি কামনা করছিলেন। তাদের মনের ডাকে সাড়া দিতে বিকেলে আকাশের কোল বেয়ে নেমে পড়লো স্বস্তির বর্ষা।

 তবে ঢাকাতে একটু বৃষ্টি হলেও পথে জমে পানি। নগরীর বিভিন্নস্থানে আজও পানি জমতে দেখা গেছে।

রাস্তায় পানি জমার কারণে চলাচলকারী গাড়ির পানির ছিটায় ভিজতে দেখা গেছে পথচারীকে।

 
রাজধানীর বনানী, বিশ্বরোড, মহাখালীসহ বিভিন্ন এলাকায় মানুষ ভর্তি বৃষ্টিস্নাত চারচাকা ও দুইচাকার যানগুলোকে দেখা গেছে, রাস্তায় স্থির হয়ে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে। এছাড়া পথচারীদেরও পড়তে হয়েছে পরিবহন দুর্ভোগে।

***স্বাভাবিক ঝড়-বৃষ্টিতেই মে জুড়ে স্বস্তি

বাংলাদেশ সময: ১৮০০ ঘণ্টা, মে ২৫, ২০১৬
এমসি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।