ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফিচার

উল্টোপথে ৩ আইন রক্ষক!

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০২ ঘণ্টা, মে ২৬, ২০১৬
উল্টোপথে ৩ আইন রক্ষক! ছবি: দীপু-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: তারা আইনের রক্ষক। আইন ভঙ্গ করলে প্রতি মুহূর্তে জারিমানা করেন, শাস্তিও দেন।

কখনো-সখনো পাশে ডেকে নিয়ে উপরি অর্থ আদায়েও ওস্তাদ! তারা পুলিশ।

আইন যেহেতু তাদের হাতে, সেহেতু আইন অমান্য করার অধিকার যেন শুধু তাদেরই আছে!

বৃহস্পতিবার (২৬ মে) দুপুর। তেজগাঁও ফ্লাইওভার। যানজট খুব বেশি নেই। সোজা পথেও নেই যানজট। তবু তাদের তাড়া যেন বেশি। তাই রং সাইড ধরে উল্টোপথেই যেতে হবে তাদের!

নেতৃত্বে যিনি, মানে সবার আগে যিনি চলেছেন তার মাথায় নেই হেলমেট। অথচ হেলমেট না পরার সাজা হিসেবে একসময় হেলমেট রাস্তায় তাৎক্ষণিক কিনতেও বাধ্য করা হয়েছে সাধারণ মানুষকে।

মোটরবাইকে ব্যবহৃত নম্বরপ্লেটেও রয়েছে নিয়ম ভাঙার নমুনা।

আইনের রক্ষক যদি উল্টোপথ দেখান, আইন রক্ষা করবে কে?

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, মে ২৬, ২০১৬
এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।