ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফিচার

জাতীয় পতাকা ঝোলে ঠেলাগাড়িতে!

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৪ ঘণ্টা, মে ২৯, ২০১৬
জাতীয় পতাকা ঝোলে ঠেলাগাড়িতে! ছবি: হারুন - বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: জাতীয় পতাকার মর্যাদা যেনো কোনোভাবেই ক্ষুন্ন না হয়, সব সময় যেনো পতাকা সমুন্নত থাকে- নাগরিক হিসেবে সেটিই প্রত্যেকের দায়িত্ব। কিন্তু এ কী হচ্ছে! পতাকা ঝুলছে ঠেলাগাড়ির পেছনে।

তবুও দেখার কেউ নেই।

জাতীয় পতাকা ব্যবহারের সুনির্দিষ্ট কিছু নিয়ম-নীতি থাকলেও মানা হচ্ছে না সেটি। প্রতিনিয়তই অবমাননা করা হচ্ছে লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত পতাকাকে।

ছবিটি রাজধানীর গোড়ান এলাকা থেকে তোলা। এখানে দেখা যাচ্ছে ঠেলাগাড়ি চালক না জেনে রডের শেষ প্রান্তে জাতীয় পতাকা ব্যবহার করেছেন। এটি ব্যবহারের কারণ শুধুমাত্র রডের শেষ প্রান্তকে দৃশ্যমান করা, যাতে পেছন থেকে কোনো যানবাহন বা ব্যক্তি রডের সঙ্গে ধাক্কা লেগে আহত না হন।

কিন্তু এই কাজে জাতীয় পতাকা কেন! এতোই অমর্যাদা কেন! এমন কাণ্ড-কাহিনী শুধু এক্ষেত্রেই নয়, সারাদেশেই অবমাননা কম-বেশি হচ্ছে। স্বাধীন জাতি হিসেবে এর দায় নেবে কে, সমাধান কোথায়?

বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, মে ২৯, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।