ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিন

চিত্তরঞ্জন দাস ও প্রফুল্ল চন্দ্র রায়ের প্রয়াণ

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২১ ঘণ্টা, জুন ১৬, ২০১৬
চিত্তরঞ্জন দাস ও প্রফুল্ল চন্দ্র রায়ের প্রয়াণ

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

১৬ জুন ২০১৬, বৃহস্পতিবার। ২ আষাঢ়, ১৪২৩ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
•     ১৯০৩ - ফোর্ড মোটর কোম্পানি প্রতিষ্ঠিত।
•     ১৯৫২- ‘আনা ফ্রাঙ্ক: ডায়েরি অব এ লিটল গার্ল’ আমেরিকায় উন্মোচন করা হয়।
•     ১৯৬৩ - তৎকালীন সোভিয়েত ইউনিয়ন মহাকাশে প্রথম নারী হিসেবে ভ্যালেন্তিনা তেরেসকোভা পাঠায়।

জন্ম
•     ১৯০২ - নোবেল বিজয়ী মার্কিন জীববিজ্ঞানী বারবারা ম্যাকলিন্টক।
•     ১৯১৫ - মার্কিন পরিসংখ্যানবিদ জন টুকি।
•     ১৯৫০ - চলচ্চিত্র অভিনেতা মিঠুন চক্রবর্তী।

মৃত্যু
•     ১৯২৫ - বাঙালি আইনজীবী ও রাজনীতিবিদ চিত্তরঞ্জন দাস।
•     ১৯৪৪ - প্রখ্যাত বাঙালি রসায়নবিদ প্রফুল্ল চন্দ্র রায়।
•     ১৯৯৩ - অস্ট্রেলিয়ান ক্রিকেটার ও ধারাভাষ্যকার লিন্ডসে হ্যাসেট।
•     ২০১৩ - বাংলাদেশের কবি ও সাহিত্য সমালোচক খোন্দকার আশরাফ হোসেন।

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০০১৩ ঘণ্টা, জুন ১৬, ২০১৬
এসএমএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।