ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ফিচার

খেজুর নিয়ে ওয়েস্টিনের বানান কাণ্ড!

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৭ ঘণ্টা, জুন ৩০, ২০১৬
খেজুর নিয়ে ওয়েস্টিনের বানান কাণ্ড!

রমজান মাসে খেজুর খুবই জনপ্রিয়। তাই ভালো খেজুরের খোঁজ করেন অনেকেই।

ঢাকার তেমনই এক ক্রেতা গুলশানের ওয়েস্টিন হোটেল থেকে কিনছিলেন ফিলিস্তিনি মেজ্যুল খেজুর। মানে এই খেজুর বিশ্বসেরাগুলোর একটি। কিন্তু খেজুরের বাক্সে প্রাইস ট্যাগে ইংরেজি Dates কে Deats লিখে রেখেছে ওয়েস্টিন কর্তৃপক্ষ। এটা দেখে বিরক্তই হয়েছেন ওই ক্রেতা। তারই একটি ছবি তুলে তিনি পাঠিয়েছেন বাংলানিউজে।

বললেন, প্রকাশিত হলে এদের টনক নড়বে। একটি ইন্টারন্যাশনাল হোটেলের এমন ভুল কোনওভাবেই কাম্য নয়।

ওই ব্যক্তি জানালেন, কেনার সময় তার দ্বিতীয় গ্রেডে পড়া ছোট্ট ছেলেটিও ছিলো। ভুলটি তারই প্রথম চোখে পড়ে।

‘বাবা আমরা কী কিনছি? এখানে তো লেখা `Deats’!’

‘বলুনতো, কী লজ্জার, কী বিরক্তিকর,’ বাংলানিউজকে বলেন ওই ক্রেতা।

অনেক বিদেশি অতিথি এই হোটেলে আসেন, তারা কেউ এই বানান দেখলে কি ভাববেন? প্রশ্ন তার।

ফিলিস্তিনি মেজ্যুল অত্যন্ত উন্নতমানের খেজুরের একটি। যা ওয়েস্টিনে বিক্রি হচ্ছে ৩০০০ টাকা প্রতি প্যাকেট।

একটি আন্তর্জাতিক হোটেলের, প্রতিটি খুঁটিনাটি বিষয়েই আন্তর্জাতিক মানের থাকতে হয়, যা ওয়েস্টিন বজায় রাখতে ব্যর্থ হচ্ছে, বলেন নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যক্তি।

ওয়েস্টিনের দ্রুত ভুল সংশোধন

এদিকে খবরটি প্রকাশিত হওয়ার পর ভুলটি সংশোধন করেছে ওয়েস্টিন কর্তৃপক্ষ। এ বিষয়ে ওয়েস্টিন হোটেলের পরিচালক (জনসংযোগ) সেলিনা মোমেন বাংলানিউজকে জানান, খবরটি প্রকাশিত হওয়ার পর দ্রুতই আমরা ভুলটি শুধরে নতুন প্রাইস ট্যাগ লাগিয়ে দিয়েছি।  

বাংলাদেশ সময় ১০০০ ঘণ্টা, জুন ৩০, ২০১৬
এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।