ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিন

স্বামী বিবেকানন্দের প্রয়াণ

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৬ ঘণ্টা, জুলাই ৪, ২০১৬
স্বামী বিবেকানন্দের প্রয়াণ

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

৪ জুলাই ২০১৬, সোমবার। ২০ আষাঢ়, ১৪২৩ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
•     ১৭৭৬ - আমেরিকা স্বাধীনতা লাভ করে।
•     ১৮২৯ - লন্ডনে প্রথম বাস চলাচল শুরু।
•     ১৮৪৮ - কার্ল মার্কস ও ফ্রেডরিখ অ্যাঙ্গেলস কমিউনিস্ট ইশতেহার প্রকাশ করেন।
•     ১৮৮১ - ভারতের শিলিগুড়ি ও দার্জিলিং-এর মধ্যে প্রথম টয়ট্রেন চলাচল শুরু হয়।
•     ১৯৪৬ - ফিলিপাইন স্বাধীনতা অর্জন করে।

জন্ম
•     ১৯০৪ - নোবেলজয়ী পোলিশ-আমেরিকান সাহিত্যিক আইজাক সিঙ্গার।

মৃত্যু
•     ১৮৪৮ - ফরাসি লেখক ও রাষ্ট্রনায়ক  ফ্রাঁসোয়া শাতোব্রিয়াঁ।
•     ১৯০২ - স্বামী বিবেকানন্দ। ছেলেবেলা থেকেই আধ্যাত্মিকতার প্রতি তার আকর্ষণ ছিলো। সনাতনধর্মীয় সন্ন্যাসী, দার্শনিক, লেখক, সংগীতজ্ঞ স্বামী বিবেকানন্দ ছিলেন ভারতে হিন্দু পুনর্জাগরণের অন্যতম পুরোধা। মার্কিন যুক্তরাষ্ট্র  ও ইউরোপে হিন্দুধর্ম তথা ভারতীয় বেদান্ত ও যোগ দর্শনের প্রচারে প্রধান ভূমিকা পালন করেন তিনি। মার্কিন যুক্তরাষ্ট্রে ১৮৯৩ সালের বিশ্ব ধর্ম মহাসভায় ভারত ও হিন্দুধর্মের প্রতিনিধিত্ব করেন বিবেকানন্দ। তার রচিত গ্রন্থগুলির মধ্যে রয়েছে- কর্মযোগ, রাজযোগ, জ্ঞানযোগ, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বেদান্ত, ভারতে বিবেকানন্দ,  ভাববার কথা, পরিব্রাজক, প্রাচ্য ও পাশ্চাত্য, বর্তমান ভারত ইত্যাদি।
•     ১৯৩৪ - পদার্থবিজ্ঞান ও রসায়নে নোবেলজয়ী বিজ্ঞানী মাদাম মেরি কুরির।
•     ১৯৩৪ - হিব্রু কবি হাইইম বিয়ালিক।

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০০০৫ ঘণ্টা, জুলাই ০৪, ২০১৬
এসএমএন/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।