ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিন

মেক্সিকোতে সবশেষ বিশ্বের দীর্ঘস্থায়ী সূর্যগ্রহণ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৮ ঘণ্টা, জুলাই ৯, ২০১৬
মেক্সিকোতে সবশেষ বিশ্বের দীর্ঘস্থায়ী সূর্যগ্রহণ

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

৯ জুলাই ২০১৬, শনিবার। ২৫ আষাঢ়, ১৪২৩ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
•     ১৮১০ - হল্যান্ড নেপোলিয়নের অধীনে ফরাসি সাম্রাজ্যের অধিভুক্ত হয়।
•     ১৮১৬ - স্পেনের শাসন থেকে আর্জেন্টিনার স্বাধীনতা ঘোষণা।
•    ১৯৭২ - বাহামা স্বাধীনতা লাভ করে।
•     ১৯৯১ - মেক্সিকোতে দীর্ঘস্থায়ী (৫৮ সেকেন্ড) সূর্যগ্রহণ হয়। ২০৩২ সালের আগে এত দীর্ঘস্থায়ী সূর্যগ্রহণ হবে না বলে ধারণা করা হয়।

জন্ম
•     ১৯১৬ - যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথ।
•     ১৯৩৩ - স্নায়ু বিশেষজ্ঞ অলিভার স্যাক্স।
•     ১৯৩৮ - ভারতীয় অভিনেতা সঞ্জীব কুমার।

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০০৪৪ ঘণ্টা, জুলাই ০৯, ২০১৬
এসএমএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।