ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ফিচার

সেলফি নয়, স্লথফি!

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১২ ঘণ্টা, জুলাই ৯, ২০১৬
সেলফি নয়, স্লথফি!

ঢাকা: সেলফির চেয়ে সহজ আর কী রয়েছে? যেকোনো সময়ে, যে কেউ তুলতে পারে। পাউটি পোজের সেলফিতে নেট ভর্তি।

কিন্তু সেগুলোর চেয়ে অনেক বেশি আলাদা ‍নিকোলাস হুসক্লারের এ সেলফি। কারণ এটা কী শুধুই সেলফি? এটা হচ্ছে স্লথের সঙ্গে সেলফি। মানে স্লথফি! 

গাছে ঝুলছিলো এক স্লথ। পর্যটক নিকোলাস স্লথের সঙ্গে ছবি তুলতে সেলফি স্টিক তুলেছেন। প্রতিবাদ না জানিয়ে এক হাত বাতাসে উড়িয়ে হাস্যবদনে ক্যামেরায় চোখ রাখে অতি ধীর গতির এ প্রাণীটি।

রোববার (৩ জুলাই) ইমগুরে প্রকাশ পায় ছবিটি। ১৭ লাখ ভিউয়ারের হিড়িক ফেলা ছবিটি বিশেষ তো বটেই। কারণ স্লথের সঙ্গে ছবি তোলা এত সহজ নয়। এরা বেশিরভাগ সময় গাছের মগডালে বসে ঝিমায়। তাই বাগে পাওয়া কঠিন। তবে সেলফি স্টিকের বদৌলতে স্লথের সঙ্গে স্লথফি তোলা কঠিন হয়নি নিকোলাসের জন্য!

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০৩০৯ ঘণ্টা, জুলাই ০৯, ২০১৬
এসএমএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।