ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিন

প্যারীচাঁদ মিত্র ও মোফাজ্জল হায়দার চৌধুরীর জন্ম

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১১ ঘণ্টা, জুলাই ২২, ২০১৬
প্যারীচাঁদ মিত্র ও মোফাজ্জল হায়দার চৌধুরীর জন্ম

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

২২ জুলাই ২০১৬, শুক্রবার। ৭ শ্রাবণ, ১৪২৩ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
•     ১৯৪৪ - পোল্যান্ডে ফ্যাসিবাদী শাসনের অবসান হয়।
•     ১৯৪৬ - ব্রিটেনে পাউরুটির রেশন চালু হয়।
•     ১৯৪৭ - ভারতের গণপরিষদে রাষ্ট্রীয় প্রতীক অনুমোদিত হয়।
•     ১৯৭২ - রাশিয়ার মনুষ্যবিহীন নভোযান ভেনেরা-৮ শুক্র গ্রহে অবতরণ করে।

জন্ম
•     ১৮১৪ - প্যারীচাঁদ মিত্র। বাংলার নবজাগরণের অন্যতম নেতা প্যারীচাঁদ। তিনি ক্যালকাটা পাবলিক লাইব্রেরির লাইব্রেরিয়ান ছিলেন। ফার্সি, বাংলা ও ইংরেজিতে তার ভালো দখল ছিলো। বাংলা ও ইংরেজিতে অনেক লিখেছেন তিনি। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিনেটের সদস্যও ছিলেন প্যারীচাঁদ। এছাড়াও তিনি পশু-ক্লেশ নিবারণী সভার সদস্য এবং বেথুন সোসাইটি ও ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটির অন্যতম উদ্যোক্তা হিসেবেও কাজ করেছেন।  
•     ১৮৪৭ - সাহিত্যিক ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়।
•     ১৮৮৭ - জার্মান পদার্থবিদ গুস্তাফ হার্টস।
•     ১৯২৬ - শহীদ অধ্যাপক ও প্রাবন্ধিক মোফাজ্জল হায়দার চৌধুরী। বাংলা ভাষা ও সাহিত্যের গবেষক, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবী মোফাজ্জল হায়দার চৌধুরী ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের শেষ সময় পাকিস্তান সেনাবাহিনী, রাজাকার ও আল-বদর বাহিনীর হাতে অপহৃত হন এবং পরে শহীদ হন।

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০০৫১ ঘণ্টা, জুলাই ২২, ২০১৬
এসএমএন/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।