ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ফিচার

ঢেউয়ে ঢেউয়ে ভাঙছে পদ্মাপাড়বাসীর হৃদয়

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৬ ঘণ্টা, আগস্ট ৪, ২০১৬
ঢেউয়ে ঢেউয়ে ভাঙছে পদ্মাপাড়বাসীর হৃদয় ছবি: জি এম মুজিবুর-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পাটুরিয়া-দৌলতদিয়া এলাকা থেকে: পদ্মা পাড়ের মানুষের জীবন বন্যার পানিতে বিপন্ন। অনেকে ভিটে-মাটি হারিয়ে এখন শুধু বেঁচে থাকার জন্য লড়াই।

এ লড়াই তাদের ক্ষুধার সঙ্গে, প্রকৃতির সঙ্গে। পাটুরিয়া-দৌলতদিয়া ঘাট থেকে এমনই কিছু দৃশ্য চোখে পড়ে বাংলানিউজের ক্যামেরায়।

ত্রাণের জন্য অপেক্ষায় রাজবাড়ীর গোয়ালন্দ থানার দেবগ্রামের বন্যা দুর্গত শতশত এলাকাবাসী।  
পদ্মা গিলেছে বাড়ি-ঘর, মহাসড়কই এখন বাড়ি-ঘর।
ঢেউয়ে ঢেউয়ে ভাঙছে হৃদয়। গোয়ালন্দের চর এলাকার লোকজনের চেয়ে চেয়ে দেখা ছাড়া যেন কিছুই করার নেই।

পাটুরিয়া ঘাটে হকারদের বেকার জীবন যাপন। হতাশার মধ্যে দিনাতিপাত করছে ঘাট পারের মানুষেরা।

পদ্মা বুকে দৌলতদিয়া ঘাটের এক নম্বর পন্টুনের পাশে অবস্থিত বিশটি পরিবারের এক রাতেই বিলিন হয়ে গেল সব।
হঠাৎ বন্যায় সবকিছু হারিয়ে ঘরবাড়ি ছেড়ে অন্যত্র চলে গেছে পদ্মা পাড়ের লোকজন।
প্রশাসনের পক্ষ থেকে প্রাপ্ত সামান্য পরিমাণ ত্রাণ নিয়েই ছুটছে মানুষ নিজ গন্ত্যব্যে।

নদী ভাঙনের হাত থেকে রক্ষা পাওয়া সামান্য সম্পদটুকু ঘোড়ার গাড়ি ও নৌকায় করে সরিয়ে নেওয়ার প্রচেষ্টা।
পদ্মার পানি বৃদ্ধির কারণে স্কুলের বারান্দাতে আশ্রয় নিয়েছে বন্যা দুর্গত এলাকার লোকজন।

গবাদি পশুপাখি নিয়ে একই সঙ্গে আশ্রয় নিয়েছে গৃহহীন অসহায় মানুষগুলো।

বাংলাদেশ সময়: ১২০১ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।