ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিন

ফিলিস্তিনি নেতা ইয়াসির আরাফাতের জন্ম

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৩ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৬
ফিলিস্তিনি নেতা ইয়াসির আরাফাতের জন্ম

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

২৪ আগস্ট ২০১৬, বুধবার। ৯ ভাদ্র, ১৪২৩ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
• ৭৯ - মাউন্ট ভিসুভিয়াসে অগ্ন্যুৎপাতে রোমান শহর পম্পেই এবং হারকিউলানিয়াম লাভার নিচে চাপা পড়ে ধ্বংস হয়ে যায়।
• ১৮১৪ - আমেরিকার সঙ্গে যুদ্ধে ওয়াশিংটন দখল করে ব্রিটিশ বাহিনী। এরপর মার্কিন প্রেসিডেন্ট ভবন ‘হোয়াইট হাউস’সহ অনেক সরকারি কার্যালয় জ্বালিয়ে দেয়।
• ১৮৫৩ – প্রথম পটেটো চিপস তৈরি করেন নিউইয়র্কের শেফ জর্জ ক্রাম

ব্যক্তি
• ১৭৫৯ - দাসপ্রথা বন্ধের নায়ক ও ব্রিটিশ মানবাধিকার আন্দোলনের নেতা উইলিয়াম উইলবারফোর্সের জন্ম।
• ১৮৯৯ - আর্জেন্টাইন লেখক জর্জ লুই বোর্হেসের জন্ম।
• ১৯২৯ - ফিলিস্তিনি নেতা ও নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ইয়াসির আরাফাতের জন্ম।
• ১৯৫৪ - ব্রাজিলিয়ান স্বৈরশাসক গেতুলিও বার্গাসের মৃত্যু।

বাংলাদেশ সময়: ০০২৮ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৬
এইচএ/
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।