ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিন: কথাসাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণ

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৬
ইতিহাসের এই দিন: কথাসাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণ

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

১৪ সেপ্টেম্বর ২০১৬, বুধবার। ৩০ ভাদ্র, ১৪২৩ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
•    ১৩৮৯ - ওসমানীয় সৈন্যরা বাল্টিক অঞ্চলের সার্বিয়া অধিগ্রহণ করেন।
•    ১৮০৪ - আবহাওয়া গবেষণার কাজে প্রথম বেলুন ব্যবহার করা হয়।
•    ১৮১২ - বোরোদিনোর যুদ্ধ চলাকালে রাশিয়ার রাজধানী মস্কোয় ভয়াবহ অগ্নিসংযোগ করা হয়। এরপর শহরে প্রবেশ করে নেপোলিয়নের সৈন্যরা। আগুন জ্বলে প্রায় চার দিন। এতে মস্কোর প্রায় তিন চতুর্থাংশ ধ্বংস হয়ে যায়।
•    ১৮৬৭ - কার্ল মার্কসের মুখ্য রচনা ‘ডাস ক্যাপিটাল’ প্রকাশিত হয়।
•    ১৯৪৯ - জার্মানির প্রথম চ্যান্সেলর নিযুক্ত হন ড. অ্যাডেনর।
•    ১৯৫৯ - সোভিয়েত ইউনিয়নের প্রথম মহাশূন্যযান লুনিক-২ চাঁদে অবতরণ করে।
•    ১৯৬০ - বাগদাদে তেল রফতানিকারক সংস্থা ‘ওপেক’ প্রতিষ্ঠিত হয়।

ব্যক্তি
•    ১৭৯১ - জার্মান ভাষাবিজ্ঞানী ফ্রান্ৎস বপের জন্ম।
•    ১৮৭১ - জার্মান সমাজতান্ত্রিক সাংবাদিক ইয়োসেফ ব্লকের জন্ম।
•    ১৮৮৮ - বাঙালি ধর্ম সংস্কারক অনুকূলচন্দ্র ঠাকুরের জন্ম।
•    ১৯০১ - যুক্তরাষ্ট্রের ২৫তম প্রেসিডেন্ট উইলিয়াম ম্যাকিন্‌লির মৃত্যু।
•    ১৯৭১ - জনপ্রিয় কথাসাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু। ১৮৯৮ সালের ২৪  জুলাই জন্ম নেওয়া তারাশঙ্করকে বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ কথাসাহিত্যিক মনে করা হয়। তিনি ৬৫টি উপন্যাস, ৫৩টি গল্পের বই, ১২টি নাটক, ৪টি প্রবন্ধের বই, ৪টি আত্মজীবনী এবং ২টি ভ্রমণকাহিনী লিখেছেন। তার রচিত বইগুলোর মধ্যে চৈতালী ঘূর্ণি (১৯৩২), জলসাঘর (১৯৩৮), ধাত্রীদেবতা (১৯৩৯), কালিন্দী (১৯৪০), গণদেবতা (১৯৪৩), পঞ্চগ্রাম (১৯৪৪), কবি (১৯৪৪), হাঁসুলি বাঁকের উপকথা (১৯৪৭), আরোগ্য নিকেতন (১৯৫৩) ইত্যাদি উল্লেখযোগ্য। তার ‘দুই পুরুষ’, ‘কালিন্দী’, ‘আরোগ্য নিকেতন’ ও ‘জলসাঘর’ অবলম্বনে চলচ্চিত্রও নির্মিত হয়েছে। সাহিত্যকর্মের স্বীকৃতিস্বরূপ তাকে রবীন্দ্র পুরস্কার, সাহিত্য আকাদেমি পুরস্কার, জ্ঞানপীঠ পুরস্কার এবং পদ্মভূষণ পুরস্কারে ভূষিত করা হয়।
•    ১৯৭৫ – বাঙালি কথাসাহিত্যিক নরেন্দ্রনাথ মিত্র।
•    ১৯৭৯ - আফগানিস্তানের প্রেসিডেন্ট নূর মোহাম্মদ তারাকি সামরিক অভ্যুত্থানে নিহত হন।
•    ১৯৮২ - লেবাননের প্রেসিডেন্ট বাসির গামায়েল গুপ্তঘাতকের হামলায় নিহত হন।

বাংলাদেশ সময়: ০০৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।