ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

ফিচার

ইতিহাসে এই দিন

রক্সি থিয়েটারে প্রথম সিনেমাস্কোপ ‘দ্য রোব’ প্রদর্শন

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৬
রক্সি থিয়েটারে প্রথম সিনেমাস্কোপ ‘দ্য রোব’ প্রদর্শন

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

১৬ সেপ্টেম্বর ২০১৬, শুক্রবার। ১ আশ্বিন, ১৪২৩ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
•    ১৯৩৯ - দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির সেনারা পোল্যান্ডের রাজধানী ওয়ারশো অবরুদ্ধ করে ফেলে।
•    ১৯৪০ - যুক্তরাষ্ট্র ২১ থেকে ৩৫ বছর বয়স্ক পুরুষদের সেনাবাহিনীতে যোগদান বাধ্যতামূলক করে।
•    ১৯৫৩ - যুক্তরাষ্ট্রের রক্সি থিয়েটারে বিশ্বের প্রথম সিনেমাস্কোপ চলচ্চিত্র ‘দ্য রোব’ প্রদর্শিত হয়।
•    ১৯৭৫ – অস্ট্রেলিয়ার কাছ থেকে পাপুয়া নিউ গিনি স্বাধীনতা লাভ করে।
•    ১৯৭৮ - ইরানের মধ্যাঞ্চলে ৭.৫ মাত্রার একটি ভূমিকম্পে প্রায় ২৫ হাজার লোকের প্রাণহানি হয়।

জন্ম
•    ১৮৯৩ - বিজ্ঞান গবেষক ও সাহিত্যিক গিরিজাপতি ভট্টাচার্যের জন্ম।
•    ১৯১৩ - কবি দীনেশ দাশের জন্ম।
•    ১৯৩২ - নোবেলজয়ী ইংরেজ চিকিৎসক স্যার রোনাল্ড রসের মৃত্যু।
•    ২০০৭ - প্রখ্যাত ‘হুইল অব টাইম’ সিরিজ বইয়ের লেখক রবার্ট জর্ডানের মৃত্যু।

বাংলাদেশ সময়: ০৪৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।