ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

ফিচার

ইতিহাসে এই দিন

জাতিসংঘ মহাসচিব হামারশোল্ড প্লেন বিধ্বস্তে নিহত হন

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৬
জাতিসংঘ মহাসচিব হামারশোল্ড প্লেন বিধ্বস্তে নিহত হন

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

১৮ সেপ্টেম্বর ২০১৬, রোববার। ৩ আশ্বিন, ১৪২৩ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
•    ১৫০২ – ইতালিয়ান নাবিক ক্রিস্টোফার কলম্বাস কোস্টারিকা আবিষ্কার করেন।
•    ১৮১৮ - স্পেনের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে চিলি।
•    ১৮৫১ – যুক্তরাষ্ট্রের প্রসিদ্ধ দৈনিক পত্রিকা ‘নিউ ইয়র্ক টাইমস’ প্রথম প্রকাশ হয়।
•    ১৯০৬ - টাইফুন ও সুনামিতে হংকংয়ে প্রায় ১০ হাজার মানুষের প্রাণহানি ঘটে।
•    ১৯১৯ - নেদারল্যান্ডস নারীদের ভোটাধিকার দেয়।
•    ১৯৬১ - জাতিসংঘের দ্বিতীয় মহাসচিব ও সুইডিশ কূটনীতিক দ্যাগ হামারশোল্ড উড়োজাহাজ দুর্ঘটনায় নিহত হন । কঙ্গোর শান্তিরক্ষা মিশনে যাওয়া হামারশোল্ডের উড়োজাহাজটি তখন উত্তর রোডেশিয়ায় (বর্তমানে জাম্বিয়া) বিধ্বস্ত হয়। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডির মতে, ‘হামারশোল্ড আমাদের শতাব্দীর সেরা রাষ্ট্রনায়ক’।

ব্যক্তি
•    ১৭৮৩ - সুইস গণিতজ্ঞ ও পদার্থবিজ্ঞানী লিওনার্ট অয়লারের মৃত্যু।
•    ১৮৬৭ - বাঙালি চিত্রশিল্পী গগনেন্দ্রনাথ ঠাকুরের জন্ম।
•    ১৮৬৯ -  বাঙালি বিজ্ঞান কল্পকাহিনী লেখক জগদানন্দ রায়ের জন্ম।
•    ১৮৯৯ - বাঙালি চিন্তাবিদ এবং সাহিত্যিক রাজনারায়ণ বসুর মৃত্যু।
•    ১৯০৭ - নোবেল বিজয়ী মার্কিন পদার্থবিজ্ঞানী এডুইন ম্যাটিসন ম্যাকমিলানের জন্ম।
•    ১৯৫৬ - প্রাবন্ধিক মোতাহের হোসেন চৌধুরীর মৃত্যু। ১৯০৩ সালে নোয়াখালী জেলার কাঞ্চনপুর গ্রামে জন্ম নেওয়া মোতাহের হোসেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে বিএ পাস করেন। ১৯৪৬ সালে তিনি কলকাতার ইসলামিয়া কলেজে লেকচারার পদে যোগদান করেন। দেশভাগের পর চট্টগ্রাম কলেজে যোগদান করে ১৯৫৬ সাল পর্যন্ত অধ্যাপনা করেন। এ কলেজে কথাসাহিত্যিক আবুল ফজলকে তিনি সহকর্মী হিসেবে পেয়েছিলেন। মুক্তবুদ্ধিচর্চার প্রবক্তা ও মননশীল প্রবন্ধকার হিসেবে খ্যাত মোতাহের হোসেন চৌধুরীর রচিত ‘আমাদের দৈন্য’, ‘আদেশপন্থী ও অনুপ্রেরণাপন্থী’ ও ‘মুসলমান সাহিত্যিকদের চিন্তাধারা’ প্রবন্ধ যথাক্রমে সাহিত্য সমাজের পঞ্চম (১৯৩১), ষষ্ঠ (১৯৩২) ও অষ্টম (১৯৩৪) বার্ষিক সম্মেলনে পঠিত হয়। এছাড়া তাঁর ‘রবীন্দ্রনাথ ও বৈরাগ্যবিলাস’ প্রবন্ধটি সমাজের মুখপত্র শিখার পঞ্চম বর্ষে প্রকাশিত হয়। তবে সংস্কৃতি কথা (১৯৫৮) তার প্রধান প্রবন্ধ গ্রন্থ। দ্বিতীয় গ্রন্থ সুখ (১৯৬৫) বার্ট্রান্ড রাসেলের Conquest of Happiness গ্রন্থের এবং তৃতীয় গ্রন্থ সভ্যতা (১৯৬৫) ক্লাইভ বেল-এর Civiliszation গ্রন্থের ভাবানুবাদ।

বাংলাদেশ সময়: ০১২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৬
এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।