ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিনে

মুক্তিযুদ্ধে শহীদ হন সাংবাদিক সাবের

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫০ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৯
মুক্তিযুদ্ধে শহীদ হন সাংবাদিক সাবের সাংবাদিক সাবের

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

৩১ মার্চ ২০১৯, রোববার। ১৭ চৈত্র, ১৪২৫ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
১৭৭৪- কলকাতায় পোস্টমাস্টার জেনারেল পদ সৃষ্টি।
১৮০৭- খিদিরপুর থেকে প্রথম বাষ্পচালিত ব্রিটিশ-ভারতীয় জাহাজ পানিতে ভাসানো হয়।
১৮২৪- প্রথম ভারতীয় টাকশালের ভিত্তিপ্রস্তর স্থাপন।
১৮৮২- কলকাতায় প্রথম টেলিফোন এক্সচেঞ্জ চালু।
১৮৮৯- প্যারিসে আইফেল টাওয়ার উদ্বোধন। সুউচ্চ এ লৌহকাঠামোটি ফ্রান্সের অন্যতম একটি স্থাপনা। ফরাসি বিপ্লবের শতবর্ষপূর্তিতে নির্মাণ করা হয় এ স্থাপনাটি। গুস্তাভ আইফেলের নামানুসারে এর নামকরণ করা হয়। তার কোম্পানিই এ টাওয়ার নির্মাণ প্রকল্পটি গ্রহণ করেছিল। টাওয়ারটির উচ্চতা ৩২০ মিটার (১০৫০ ফুট)। ১৯৩০ সাল পর্যন্ত আইফেল টাওয়ার ছিল পৃথিবী সবচেয়ে উঁচু স্থাপনা।

১৯২১- মঙ্গোলিয়া স্বাধীনতা ঘোষণা করে।
১৯৬৬- সাবেক সোভিয়েত ইউনিয়ন লুন টেন নামে প্রথম চন্দ্র প্রদক্ষিণকারী একটি মহাকাশযান উৎক্ষেপণ করে।
১৯৯১- মধ্যরাতে ওয়ারশ জোট আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত করা হয়।

জন্ম
১৫৯৬- ফরাসি দার্শনিক, গণিতজ্ঞ, বিজ্ঞানী রেনে দেকার্ত। তিনি পাশ্চাত্যের প্রথম আধুনিক দার্শনিক হিসেবে স্বীকৃত। তিনি একজন দ্বৈতবাদী দার্শনিক। তাছাড়া তিনি জ্যামিতি ও বীজগণিতের মধ্যকার সম্পর্ক নিরূপণ করেন।

১৯১৪- সাহিত্যে নোবেলজয়ী ম্যাক্সিকান কবি অক্তাবিও পাজ।

মৃত্যু
১৭২৭- ইংরেজ পদার্থ ও গণিতবিদ বিশ্বের প্রধানতম বিজ্ঞানীদের অন্যতম আইজ্যাক নিউটন।
১৯১৭- নোবেলজয়ী জার্মান জীববিজ্ঞানী এমিল ভন বেহরিং।
১৯৭১- সাহিত্যিক ও সাংবাদিক শহীদ সাবের।

১৯৭১ সালের ৩১ মার্চ মুক্তিযুদ্ধ চলাকালীন পাকিস্তানি সেনাবাহিনী দৈনিক সংবাদ অফিসে আগুন লাগিয়ে দেয়। শহীদ সাবের তখন ওই অফিসেই ছিলেন। ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে শহীদ তিনি।

১৬৩১- ব্রিটিশ কবি জন ডান।
১৬৬৩- মুঘল সেনাপতি ও বাংলার নামকরা সুবেদার মীর জুমলা।

বাংলাদেশ সময়: ০২৪৮ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৯
টিএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।