ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিনে

ভাষা শহীদ আবদুস সালামের প্রয়াণ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৫ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৯
ভাষা শহীদ আবদুস সালামের প্রয়াণ ভাষা শহীদ আবদুস সালাম, ফাইল ফটো

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

০৭ এপ্রিল ২০১৯, রোববার। ২৪ চৈত্র, ১৪২৫ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
•     ১৭৯৫ - ফ্রান্সে মিটারকে দৈর্ঘ্যের একক হিসেবে প্রাতিষ্ঠানিকভাবে গ্রহণ।
•     ১৮১৮ - ব্রিটিশ সরকারের বিনা বিচারে আটক আইন কার্যকর।
•     ১৯৩৭ - আলবেনিয়া দখলে ইতালির হামলা শুরু।
•     ১৯৩৯ - আলবেনিয়া দখল ইতালির।
•     ১৯৪৮ - বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতিষ্ঠা।
•     ১৯৫৬ - মরক্কোর স্বাধীনতা লাভ।
•     ১৯৭৩ - বাংলাদেশে প্রথম জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু।

জন্ম
•     ১৮৯৭ - নাট্যকার, অভিনেতা, সুরকার ও বাংলা ছায়াছবির জনপ্রিয় চিত্রনাট্যকার তুলসী লাহিড়ী। নাটক রচনা ও অভিনয় দিয়ে নাট্য আন্দোলনের এক নতুন দিগন্ত উন্মোচন করেছেন তিনি।
•     ১৯২০ - প্রখ্যাত সংগীতজ্ঞ রবি শংকর। কিংবদন্তিতুল্য সেতারবাদক ছিলেন তিনি।
•     ১৯৪৪ - জার্মান রাজনীতিবিদ গেরহার্ট শ্রোডার।

মৃত্যু
•     ১৯৫২ - ভাষা শহীদ আবদুস সালাম।

অ‍াবদুস সালাম ১৯২৫ সালে ফেনীর দাগনভুঁইয়া উপজেলার লক্ষণপুরে জন্ম নেন। বায়ান্নর ২১ ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজের সামনের রাস্তায় ভাষা আন্দোলনের বিক্ষোভ চলাকালে পুলিশের গুলিতে আহত হন তিনি। আহত সালামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দেড় মাস চিকিৎসাধীন থাকার পর সে বছরের ৭ এপ্রিল তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বাংলাদেশ সময়: ০২২৫ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৯
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।