ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিনে

কথাসাহিত্যিক শওকত ওসমানের প্রয়াণ

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১১ ঘণ্টা, মে ১৪, ২০১৯
কথাসাহিত্যিক শওকত ওসমানের প্রয়াণ শওকত ওসমানে

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার আশীর্বাদ-অভিশাপ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’।

১৪ মে ২০১৯, মঙ্গলবার। ৩১ বৈশাখ, ১৪২৬ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
•    ১৬০৭- যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার জেমস টাউনে প্রথম স্থায়ী বসতি গড়ে ইংরেজরা।
•    ১৯৪৮- ব্রিটিশ প্রশাসনের অধীন থেকে স্বাধীনতার ঘোষণা দেয় ইসরায়েল।
•    ১৯৯৮- যুক্তরাষ্ট্রের টিভি চ্যানেল এনবিসিতে জনপ্রিয় টিভি সিরিজ সিনফেল্ডের শেষ পর্ব পরিবেশিত হয় (এই পর্ব চলাকালে প্রতি ৩০ সেকেন্ড বিজ্ঞাপনের দর ছিল ২০ লাখ ডলার)।

জন্ম
•    ১৭৭১- ব্রিটিশ সমাজ সংস্কারক এবং কল্পলৌকিক সমাজতন্ত্র ও সমবায় আন্দোলনের অন্যতম পথিকৃৎ রবার্ট ওয়েন।
•    ১৯২৩- ভারতীয় বাঙালি চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার এবং লেখক মৃণাল সেন।
•    ১৯৪৪- মার্কিন চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক জর্জ লুকাস।
•    ১৯৬৯- হলিউডের অস্কারজয়ী অস্ট্রেলিয়ান অভিনেত্রী কেট ব্ল্যানচেট।
•    ১৯৮৪- মার্কিন প্রযুক্তিবিদ ও ফেসবুকের কর্ণধার মার্ক জাকারবার্গ।

মৃত্যু
•    ১৯২৫- বিখ্যাত ইংরেজ ঔপন্যাসিক হেনরি রাইডার হ্যাগার্ড।
•    ১৯৯৮- বিখ্যাত বাঙালি কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক শওকত ওসমান।

১৯১৭ সালের ২ জানুয়ারি ব্রিটিশ ভারতের হুগলিতে জন্ম নেওয়া শওকত ওসমানের আসল নাম শেখ আজিজুর রহমান। নাটক, গল্প, উপন্যাস, প্রবন্ধ, রম্যরচনা, রাজনৈতিক লেখা, শিশু-কিশোর সাহিত্য সর্বত্র তিনি উল্লেখযোগ্য অবদান রেখে গেছেন। তার অসংখ্য রচনার মধ্যে ‘জননী’ ও ক্রীতদাসের হাসি’ উপন্যাস দু’টি সবচেয়ে বেশি জনপ্রিয়। বাংলাদেশের সাহিত্য, সংস্কৃতি ও মুক্তবুদ্ধির আন্দোলনে জীবনব্যাপী অবদানের স্বীকৃতি স্বরূপ তিনি একুশে পদক, বাংলা একাডেমি পুরস্কার ও স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন।

বাংলাদেশ সময়: ০০১০ ঘণ্টা, মে ১৪, ২০১৯
টিএ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।