ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিনে

কবি শামসুর রাহমানের প্রয়াণ

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১২ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৯
কবি শামসুর রাহমানের প্রয়াণ কবি শামসুর রাহমান

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার আশীর্বাদ-অভিশাপ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সব সময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

১৭ আগস্ট ২০১৯, শনিবার। ০২ ভাদ্র ১৪২৬ বঙ্গাব্দ। ১৫ জিলহজ ১৪৪০ হিজরি। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
•    ১৮৩৬- ব্রিটেনে জন্ম, মৃত্যু ও বিয়ে নিবন্ধন শুরু।
•    ১৯৪৫- হল্যান্ডের উপনিবেশের বিরুদ্ধে ইন্দোনেশিয়ার জনগণের আন্দোলন শুরু ও দেশটির স্বাধীনতা লাভ।
•    ১৯৪৭- ভারত স্বাধীন হওয়ার পর সেদেশে নিয়োজিত ব্রিটিশ বাহিনীর প্রথম ব্যাটালিয়ন ভারত ত্যাগ করে।
•    ১৯৬০- আফ্রিকান দেশ গ্যাবন স্বাধীন হয়।
•    ১৯৮২- জার্মানিতে প্রথম কম্প্যাক্ট ডিস্ক উন্মোচিত হয়।
•    ১৯৮৭- ব্রিটিশ কারাগারে আটক হিটলারের সহযোগী রুডলফ হেস আত্মহত্যা করেন।
•    ১৯৮৮- পাকিস্তানের সামরিক শাসক জিয়াউল হক ও পাকিস্তানে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্নল্ড রাফ প্লেন দুর্ঘটনায় নিহত হন।
•    ১৯৯৯- তুরস্কে এক ভয়াবহ ভূমিকম্পে ১৭ হাজার লোকের প্রাণহানি ঘটে।
•    ২০০৫- বাংলাদেশের ৬৩টি জেলার তিনশটি স্থানে প্রায় পাঁচশটি হাতে তৈরি বোমা বিস্ফোরণ হয়।

জন্ম
•    ১৬০১- সপ্তদশ শতকের ফরাসি গণিতবিদ পিয়ের দ্য ফের্মা।
•    ১৯৩২- বাংলাদেশের বিখ্যাত চিত্রশিল্পী মুর্তাজা বশীর।
•    ১৯৪০- বাংলাদেশের প্রখ্যাত নায়িকা ও অভিনেত্রী শবনম।
•    ১৯৪৩- মার্কিন চলচ্চিত্র অভিনেতা ও পরিচালক রবার্ট ডি নিরো।
•    ১৯৭২- বাংলাদেশের ক্রিকেটার হাবিবুল বাশার।
 
মৃত্যু
•    ১৯৬৯- নোবেলজয়ী পদার্থবিজ্ঞানী অটো স্টের্ন।
•    ১৯৮৪- সংগীতশিল্পী চিন্ময় লাহিড়ী।
•    ২০০৬- বাংলাদেশ ও আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি শামসুর রাহমান।

তিনি পেশায় ছিলেন সাংবাদিক। সাংবাদিক হিসেবে ১৯৫৭ সালে কর্মজীবন শুরু করেন দৈনিক মর্নিং নিউজে। ১৯৬৪ সালে তিনি তৎকালীন দৈনিক পাকিস্তানের (স্বাধীনতা পরবর্তী দৈনিক বাংলা) সহকারী সম্পাদকের দায়িত্ব পালন শুরু করেন। ১৯৭৭ সালে তিনি দৈনিক বাংলা ও সাপ্তাহিক বিচিত্রার সম্পাদক নিযুক্ত হন। পরবর্তীতে তিনি ‘অধুনা’ নামের একটি মাসিক সাহিত্য পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। শামসুর রাহমানের প্রথম কাব্যগ্রন্থ ‘প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে’ প্রকাশিত হয় ১৯৬০ সালে। এ পর্যন্ত তার প্রকাশিত কাব্যগ্রন্থের সংখ্যা ৬৬টি। এছাড়া ৪টি উপন্যাস, ৩টি প্রবন্ধগ্রন্থ, ৬টি অনুবাদ সাহিত্য, ২টি আত্মস্মৃতি প্রকাশিত হয়েছে। কবি শামসুর রাহমান ২০০৬ সালের ১৭ আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা বেজে ৩৫ মিনিটে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার ইচ্ছানুযায়ী বনানী কবরস্থানে, নিজ মায়ের কবরের পাশে সমাধিস্থ করা হয় শামসুর রাহমানকে।

•    ২০০৬- বাংলাদেশি সুরকার, সংগীত পরিচালক, ও সংগীতজ্ঞ আনোয়ার পারভেজ।

বাংলাদেশ সময়: ০১০৯ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৯
টিএ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।