ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিনে

তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণ

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৯
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণ

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার আশীর্বাদ-অভিশাপ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সব সময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

১৪ সেপ্টেম্বর ২০১৯, শনিবার। ৩০ ভাদ্র ১৪২৬ বঙ্গাব্দ। ১৪ মহররম ১৪৪০ হিজরি। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
১৮০৪- আবহাওয়া গবেষণার কাজে প্রথম বেলুন ব্যবহার করা হয়।
১৮৬৭- কার্ল মার্কসের প্রধান রচনা ‘দাস ক্যাপিটাল’ প্রকাশিত হয়।
১৯১৭- রাশিয়াকে রিপাবলিক ঘোষণা করা হয়।
১৯৪৯- ড. অ্যাডেনর জার্মানির প্রথম চ্যান্সেলর নিযুক্ত হন।
১৯৬০- বাগদাদে তেল রপ্তানিকারক সংস্থা ‘ওপেক’ প্রতিষ্ঠিত হয়।
১৯৮৯- এফডব্লু ডি ক্লার্ক দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি নির্বাচিত হন।
১৯৯৫- কলকাতায় পাতাল ট্রেন চালু হয়।
২০০৩- ইউরোপিয়ান ইউনিয়নে অ্যাস্তোনিয়ার অন্তর্ভুক্তি অনুমোদিত হয়।

জন্ম
১৭৯১- জার্মান ভাষাবিজ্ঞানী ফ্রান্ৎস বপ।
১৮৭১- জার্মান সমাজতান্ত্রিক সাংবাদিক ইয়োসেফ ব্লক।
১৮৮৮- বাঙালি ধর্ম সংস্কারক অনুকূলচন্দ্র ঠাকুর।
১৯২৮- একজন কিউবান আলোকচিত্র শিল্পী আলবের্তো কোর্দা।

মৃত্যু
১৩২১- ইতালিয়ান কবি দান্তে আলিগিয়েরি।
১৯৭০- জার্মান দার্শনিক রুডলফ করেনাপ।
১৯৭১- বাংলা ভাষার অন্যতম শ্রেষ্ঠ কথাসাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়।

তার সামগ্রিক সাহিত্যকর্মের মধ্যে রয়েছে ৬৫টি উপন্যাস, ৫৩টি গল্পগ্রন্থ, ১২টি নাটক, ৪টি প্রবন্ধের বই, ৪টি আত্মজীবনী এবং ২টি ভ্রমণ কাহিনী। তারাশঙ্করের উপন্যাস, গল্প ও নাটক নিয়ে চল্লিশটিরও বেশি চলচ্চিত্র নির্মিত হয়েছে। ১৯৫৫ সালে তিনি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কাছ থেকে ‘রবীন্দ্র পুরস্কার’ লাভ করেন। ১৯৫৬ সালে ‘সাহিত্য আকাদেমি পুরস্কার’ পান। ১৯৬২ সালে তারাশঙ্কর ভারত সরকারের পদ্মশ্রী ও ১৯৬৮ সালে পদ্মভূষণ উপাধিতে ভূষিত হন। হাঁসুলি বাঁকের উপকথা, কবি, গণদেবতা, পঞ্চগ্রাম প্রভৃতি তার বিখ্যাত উপন্যাস।

১৯৭৫- কথাসাহিত্যিক নরেন্দ্রনাথ মিত্র।
১৯৮২- লেবাননের প্রেসিডেন্ট বাসির গামায়েল।

বাংলাদেশ সময়: ০০৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৯
টিএ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।