ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিনে

শহীদ বুদ্ধিজীবী লেখক মুনীর চৌধুরীর জন্ম

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০১ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৯
শহীদ বুদ্ধিজীবী লেখক মুনীর চৌধুরীর জন্ম

ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার আশীর্বাদ-অভিশাপ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সব সময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

২৭ নভেম্বর ২০১৯ বুধবার। ১২ অগ্রহায়ণ ১৪২৬ বঙ্গাব্দ। ২৯ রবিউল আউয়াল ১৪৪১ হিজরি। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
১০০১- গজনীর সুলতান মুহম্মদের কাছে জয়পাল সিংহের পরাজয়।
১৮৯৫- বিশিষ্ট বিজ্ঞানী আলফ্রেড নোবেল তার সমুদয় সম্পত্তি উইল করে নোবেল পুরস্কারের জন্য তহবিল গঠন করেন।
১৯১২- আলবেনিয়ার জাতীয় পতাকা গৃহীত হয়।
১৯৩২- পোল্যান্ড ও সোভিয়েত ইউনিয়ন পরস্পরকে আক্রমণ না করার চুক্তি করে।
১৯৪১- দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মস্কোর উপকণ্ঠে জার্মানি ও সাবেক সোভিয়েত ইউনিয়নের সেনাদের মধ্যে বিখ্যাত ট্যাংক যুদ্ধ সংঘটিত হয়।
১৯৪৩- চার্চিল, রুজভেল্ট ও স্টালিন তেহরান সম্মেলনে মিলিত হন।
১৯৯২- ব্রিটেনের রানি আয়কর দিতে শুরু করেন।

জন্ম
১৭০১- সুইডিশ জ্যোতির্বিদ ও থার্মোমিটারের উদ্ভাবক এন্ডার্স সেলসিয়াস।
১৮৭৮- ‘কাজলা দিদি’ খ্যাত বাঙালি কবি যতীন্দ্রমোহন বাগচী।
১৮৯২- বাঙালি শিক্ষাবিদ, কূটনীতিবিদ, রাজনীতিবিদ, সমাজসেবক এবং লেখক আজিজুল হক।
১৯০০- ভারতীয় উপমহাদেশের বিশিষ্ট রাজনীতিবিদ আবদুর রশীদ তর্কবাগীশ।
১৯২৫- বাংলাদেশি ভাষাবিজ্ঞানী, লেখক ও শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরী।

তৎকালীন ঢাকা জেলার মানিকগঞ্জে তার জন্ম। মুনীর চৌধুরী ১৯৫২ সালের ভাষা আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেন এবং পাকিস্তান সরকারের হাতে বন্দি হন। বন্দি থাকা অবস্থায় তিনি বিখ্যাত নাটক ‘কবর’ রচনা করেন। তিনি ১৯৬৫ সালে কেন্দ্রীয় বাংলা উন্নয়ন বোর্ডের উদ্যোগে বাংলা টাইপরাইটারের জন্য উন্নতমানের কী-বোর্ড উদ্ভাবন করেন, যার নাম মুনীর অপ্‌টিমা। তার রচিত উল্লেখযোগ্য গ্রন্থগুলোর মধ্যে, নাটক- রক্তাক্ত প্রান্তর, কবর, প্রবন্ধ- মীর মানস, রণাঙ্গন, বাংলা গদ্যরীতি উল্লেখযোগ্য। ১৯৬২ সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন তিনি। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর মুনীর চৌধুরীকে পাকিস্তানি সেনাবাহিনীদের সহযোগী আল-বদর বাহিনী অপহরণ করে ও সম্ভবত ওই দিনই তাকে হত্যা করা হয়।

১৯৪০- চীনা মার্শাল আর্টিস্ট ও অভিনেতা ব্রুস লি।
১৯৪০- চীনের রাজা জিয়াওজিং।
১৯৫২- ভারতীয় সংগীত পরিচালক ও গায়ক বাপ্পী লাহিড়ী।

মৃত্যু
১৫৯২- সুইডেনের রাজা তৃতীয় জন।
১৯৫৩- বিখ্যাত মার্কিন লেখক ইউজিন ও নীল।
১৯৭৭- চতুরঙ্গ পত্রিকার সম্পাদক আতাউর রহমান।
১৯৮৪- বাঙালি অভিনেতা এবং গায়ক অসিতবরণ মুখোপাধ্যায়।
১৯৯০- স্বৈরাচারবিরধী আন্দোলনের নেতা ডা. শামসুল আলম খান মিলন।
১৯৯৮- গবেষক ও লেখক নরেন বিশ্বাস।
২০০৮- ভারতের সাবেক প্রধানমন্ত্রী ভি পি সিং।

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৯
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।