ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

‘প্রথম ম্যাচ ধাক্কা ছিল, আমরা হতাশ হইনি’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৬ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২২
‘প্রথম ম্যাচ ধাক্কা ছিল, আমরা হতাশ হইনি’

সৌদি আরবের বিপক্ষে হার দিয়ে বিশ্বকাপ শুরু করেছিল আর্জেন্টিনা। ফেভারিট হিসেবে টুর্নামেন্টে আসা দলটির জন্য যেটি ছিল বড় ধাক্কা।

এরপর মেক্সিকো ও পোল্যান্ডকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে আর্জেন্টিনা।  

অস্ট্রেলিয়ার বিপক্ষে এই পর্বে মুখোমুখি হবে তারা। পোল্যান্ডের বিপক্ষে দলের হয়ে প্রথম গোলটি করেন ম্যাক অ্যালিস্তার। এই ফুটবলার জিতেছেন ম্যাচসেরার পুরস্কারও। তিনি পোলিশদের বিপক্ষে ম্যাচের পর স্বীকার করেছেন, সৌদির কাছে হার বড় ধাক্কা ছিল তাদের জন্য।

সংবাদ সম্মেলনে অ্যালিস্তার বলেছেন, ‘প্রথম ম্যাচ ধাক্কা ছিল, আমরা সময়ের সঙ্গে কাটিয়ে নিয়েছি। দলের ওপর আস্থা আরও বেড়েছে। আমরা যেমন ছিলাম, ওরকম দল হিসেবে ফিরে এসেছি। আমরা হতাশ হইনি। ’

বিশ্বকাপ জিততে এখনও লম্বা পথ পাড়ি দিতে হবে আর্জেন্টিনাকে। তবে পোল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত খেলেছে তারা। এতেই ভরসা খুঁজে পাচ্ছেন অ্যালিস্তার, ‘আমার মনে হয় আজকে আমরা দারুণ খেলেছি। এটা আমাদের অনেক আত্মবিশ্বাস যোগাবে সামনের ম্যাচগুলোর জন্য। ’

বাংলাদেশ সময় : ০৪০৫ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২২
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।