ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

আনুচিং মোগিনির চার গোলে বড় জয় বসুন্ধরার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৫ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২২
আনুচিং মোগিনির চার গোলে বড় জয় বসুন্ধরার

বসুন্ধরা গ্রুপ নারী ফুটবল লিগে বড় জয় পেয়েছে বসুন্ধরা কিংস। শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে সদ্যপুস্করনী যুব স্পোর্টিং ক্লাবকে ১০-১ গোলে উড়িয়ে দিয়েছে কিংসের নারী দল।

ম্যাচে একাই চার গোল করেছেন আনুচিং মোগিনি।

ম্যাচে জোড়া গোল করেছেন সিরাত জাহান স্বপ্না, সাবিনা খাতুন, এবং ঋতুপর্ণা চাকমা। ম্যাচে গোলের শুরু করেন সিরাজ জাহান স্বপ্না। ১২ মিনিটে তার গোলে এগিয়ে যায় বসুন্ধরা। ২৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সাবিনা। ৩৩ মিনিটে ঋতুপর্ণার গোলে ৩-০ গোলে এগিয়ে যায় কিংস। ৩৬ মিনিটে স্বপ্না এবং ৪০ মিনিটে সাবিনার গোরে ৫-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় বসুন্ধরা কিংস নারী দল।

দ্বিতীয়ার্ধে একাই চার গোল করেন আনুচিং মোগিনি। ৬৮, ৭০, ৮৫, ৮৮ মিনিটে চার গোল করেন তিনি। দ্বিতীয়ার্ধে বসুন্ধরার হয়ে অন্য গোলটি করেন ঋতুপর্ণা চাকমা (৭৫)। ম্যাচের ৮৪ মিনিটে সদ্যপুস্করনীর হয়ে এক গোল শোধ করেন নাসরিন।

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০২২
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।