ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

নিকলীতে আরাফাত রহমান কোকো স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২৪
নিকলীতে আরাফাত রহমান কোকো স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের নিকলী উপজেলায় আরাফাত রহমান কোকো স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।  

ফাইনাল খেলায় ভাই ভাই একাদশ টাইব্রেকারে ১-০ গোলে পিয়াস করিম একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে উপজেলার কারপাশা ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে এই মিনি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়।  

ঊষার আলো ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এই মিনি ফুটবল টুর্নামেন্টে উপজেলার ৬টি দল অংশগ্রহণ করে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ গণ-যোগাযোগ বিষয়ক সম্পাদক সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট জামিউল হক ফয়সাল।

এছাড়াও এতে বিশেষ অতিথি ছিলেন-নিকলী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম লিটন, উপজেলা যুবদলের সদস্য কাদির আহম্মেদ রাজু, নিকলী উপজেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি অহেদুজ্জামান পাভেল, নিকলী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. জহির, নিকলী সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তানিম আহাম্মেদ ও সদস্য সচিব মহীনউদ্দিন।

পরে সন্ধ্যায় বিজয়ী ও বিজিত দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।  

বাংলাদেশ সময়: ২৩৫০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।