ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

সিরাজগঞ্জে বসুন্ধরা গ্রুপ বাবলা স্মৃতি ফুটবল লীগ উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩১ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২৪
সিরাজগঞ্জে বসুন্ধরা গ্রুপ বাবলা স্মৃতি ফুটবল লীগ উদ্বোধন

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে বসুন্ধরা গ্রুপ মরহুম আব্দুর রশিদ বাবলা স্মৃতি ফুটবল লীগে উদ্বোধন করা হয়েছে।  

শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে সিরাজগঞ্জ পৌর এলাকার রহমতগঞ্জ  সুতাকল মাঠে বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা ক্রীড়া সাবেক সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন-অর-রশিদ খান হাসান।

 

এ সময় রহমতগঞ্জ পঞ্চায়েত কমিটির সভাপতি রাশেদুল ইসলাম কোরাইশি হাবিব, উপদেষ্টা শামছুল আলম তালুকদার, মো. জুলফিকার তালুকদার, ভিপি সালাউদ্দিন, প্রাক্তন ফুটবল খেলোয়াড় মাহফুজুর রহমান তালুকদার, আবদুল কাইয়ুম খান, এসকে বুলবুল, মাহবুব আলম খোকন, মোহাম্মদ আলী জিন্নাহ উপস্থিত ছিলেন।  

সিরাজগঞ্জের সাবেক কৃতি খেলোয়াড় ও রহমতগঞ্জ ইয়াং অ্যাসোসিয়েশনের প্রাক্তন সাধারণ সম্পাদক মরহুম আব্দুর রশিদ বাবলা স্মৃতি ফুটবল লীগে মোট ৬টি দল অংশ নিয়েছে। দলগুলো হলো- জুপিটার একাদশ, নেপচুন একাদশ, গ্রিন আর্থ একাদশ, ব্লু স্টার একাদশ, হোয়াইট স্টোন একাদশ ও ব্লাক ডায়মন্ড একাদশ।

রাউন্ড রবিন লীগ পদ্ধতিতে এই লীগের উদ্বোধনী খেলায় অংশ নেয় জুপিটার একাদশ বনাম ব্লাক ডায়মন্ড একাদশ। খেলাটি গোলশূন্য ড্র হয়। ম্যান অব ম্যাচ হয়েছে ব্লাক ডায়মন্ডের গোল কিপার নির্ঝর। খেলা পরিচালনা করেন রেফারি হাফিজুর রহমান। সহকারী রেফারি জাকারিয়া ও আল আমিন।  

বাংলাদেশ সময়: ০৮২৯ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।