ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

পঞ্চম শিরোপা জিতে বছর শেষ করলো রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২৪
পঞ্চম শিরোপা জিতে বছর শেষ করলো রিয়াল মাদ্রিদ

ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালের শুরুটায় রিয়াল মাদ্রিদকে দেখা যায় বিবর্ণ। পরে অবশ্য গোল পান কিলিয়ান এমবাপ্পে।

বাকি সময়টা অনায়াসে খেলে যায় ক্লাবটি। গোলও পায় আরও। পাচুকা এফসিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইউরোপের সফলতম ক্লাবটি।

গতকাল রাত কাতারের লুসাইল স্টেডিয়ামে মেক্সিকোর ক্লাবটিকে ৩-০ ব্যবধানে হারায় রিয়াল। প্রথমার্ধে কিলিয়ান এমবাপ্পে দলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান রদ্রিগো। শেষদিকে আরও একটি গোল করে দলের জয় নিশ্চিত করে সদ্য ‘ফিফা দ্য বেস্ট’ জেতা ভিনিসিয়ুস জুনিয়র।  

ক্লাব বিশ্বকাপের আগের মডেলে এই বছর প্রথমবার শুরু করা হয় ইন্টারকন্টিনেন্টাল কাপ। চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতে রিয়াল মাদ্রিদ সরাসরি ফাইনালে জায়গা করে নেয়। আর উদ্বোধনী আসরেই শিরোপা নিজেদের ঘরে তোলে। এ নিয়ে চলতি বছরে নিজেদের পঞ্চম শিরোপা ঘরে তুলল রিয়াল। এর আগে তারা চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা, উয়েফা সুপার কাপ ও স্প্যানিশ কাপ জিতে।  

দারুণ শুরু করা পাচুকা অবশ্য সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি। উল্টো ৩৭তম মিনিটে এগিয়ে যায় রিয়াল। মাঝমাঠ থেকে ফেদে ভালভার্দে বল টেনে নিয়ে জুডে বেলিংহ্যামকে খুঁজে নেন। প্রথম স্পর্শে ইংলিশ এই মিডফিল্ডার বাড়ান ভিনিসিয়ুস জুনিয়রকে। পায়ের কারিকুরিতে ডিফেন্ডারসহ গোলরক্ষককে কাটিয়ে এই ব্রাজিলিয়ান খুঁজে নেন এমবাপ্পেকে। পায়ের টোকায় বল জালে ভেড়াতে ভুল করেননি ফরাসি ফরোয়ার্ড।  

বিরতির পর দারুণ এক গোলে ব্যবধান বাড়ান রদ্রিগো। এমবাপ্পে থেকে পাওয়া বল ডিফেন্ডারদের কাটিয়ে বক্সের বাইরে থেকে চোখধাঁধানো শটে লক্ষ্যভেদ করেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। তবে অফসাইডের সন্দেহ জাগে রেফারির। ভিএআর চেক করে অবশ্য গোলের সিদ্ধান্তই দেন তিনি।  

৮৪তম মিনিটে নিজেদের বক্সে লুকাস ভাসকেসকে ফাউল করেন পাচুকা ডিফেন্ডার। শুরুতে রিয়ালের আবেদনে সাড়া না দিয়ে রেফারি খেলা চালিয়ে যান। পরবর্তীতে ভিএআর চেক করে পেনাল্টির সিদ্ধান্ত দেন তিনি। সফল স্পট কিকে লক্ষ্যভেদ করে স্কোরলাইন ৩-০ করেন ভিনিসিয়ুস।

বাংলাদেশ সময়: ১০৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।