ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

শেখ জামাল-রহমতগঞ্জের ২-২ গোলে ড্র 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১১ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২২
শেখ জামাল-রহমতগঞ্জের ২-২ গোলে ড্র 

গোপালগঞ্জঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগে শেখ জামাল ধানমন্ডি ক্লাব এবং রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির মধ্যকার ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। আজ (০৯ ডিসেম্বর) শুক্রবার দুপুর আড়াইটায় শেখ ফজলুল হক মনি ফুটবল স্টেডিয়ামে এ দু’দলের মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়।

খেলার ১৭ মিনিটে শেখ জামালের কৌশিক বড়ুয়া প্রথম গোল করে দলকে ১-০ গোলে এগিয়ে দেন। ৫২ মিনিটে রহমতগঞ্জের স্টুয়ার্ট গোল পরিশোধ করে দলকে সমতায় ফেরায়। প্রথমার্ধে ১-১ গোলের সমতায় বিরতীতে যায় এই দুই দল।

ম্যাচের ৫৪ মিনিটে শেখ জামালের ওতাবেক গোল করে দলকে ২-১ গোলে এগিয়ে দেন। এরপর ৬৩ মিনিটে রহমতগঞ্জের মোহাম্মদ মামুন গোল পরিশোধ করে ২-২ গোলে সমতা আনেন।

খেলার শুরু থেকে উভয় দলের খেলোয়াড়রা আক্রমণ পাল্টা আক্রমনের মধ্যদিয়ে খেলতে থাকে। দু’দলই গোল করার কয়েকটি সহজ সুযোগ নষ্ট করে।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘন্টা, ডিসেম্বর ০৯, ২০২২
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।