ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

জয়ে শুরু বসুন্ধরা কিংসের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২২
জয়ে শুরু বসুন্ধরা কিংসের ছবি : শোয়েব মিথুন।

নতুন মৌসুম জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের হ্যাটট্রিক চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। ২০২২-২৩  মৌসুমের প্রিমিয়ার লিগে প্রথম ম্যাচে আজমপুর উত্তরা ক্লাবের বিপক্ষে মাঠে নেমেছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

আজ (৯ ডিসেম্বর) কিংস অ্যারেনায় নবাগত আজমপুর ফুটবল ক্লাব উত্তরাকে ৩-০ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।

বসুন্ধরা কিংসের হয়ে গোল তিনটি করেছেন করেছেন রবসন রবিনহো, দোরিয়েলতন গোমেজ ও রাকিব হোসেন। আজ বসুন্ধরা কিংস অ্যারেনাতেই এবারের আসরের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়।

ঘরের মাঠে ম্যাচ জুড়েই আধিপত্য ছিল কিংসের। চতুর্থ মিনিটেই দলকে এগিয়ে নেন রবিনহো। বক্সের ভেতরে ইন-ডিরেক্ট ফ্রিকিক পায় কিংস। জোরাল শটে লক্ষ্যভেদ করেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড।  

১৯তম মিনিটে ব্যবধান বাড়িয়ে নেয় বসুন্ধরা কিংস। মিগেল ফিগেইরার নেওয়া কর্নারে হেডে জাল খুঁজে নেন দোরিয়েলতন গোমেজ। ২৮তম মিনিটে ৩-০ গোলে এগিয়ে যায় কিংস। স্কোরশিটে নাম তুলেন রাকিব হোসেন। রোবিনহোর পাসে অনায়াসে জাল খুঁজে নেন জাতীয় দলের এই ফরোয়ার্ড।  

দ্বিতীয়ার্ধে আক্রমণের ধারা অব্যাহত রেখেও আজমপুরের রক্ষণ ভাঙতে পারেনি অস্কার ব্রুজোনের দল। বিপরীতে কোনো শটই নিতে পারেনি আজমপুর।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০২২
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।