ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

গোলশূন্য ড্র নিয়ে বিরতিতে ব্রাজিল-ক্রোয়েশিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫০ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২২
গোলশূন্য ড্র নিয়ে বিরতিতে ব্রাজিল-ক্রোয়েশিয়া

সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে ব্রাজিল আক্রমণাত্মক খেললেও রক্ষণাত্মক ছিলো ক্রোয়েশিয়া। সেলেসাওদের বেশ কয়েকটি আক্রমণ ঠেকিয়ে দেওয়ার পাশাপাশি দলটি আক্রমণেও দেখায় দক্ষতা।

তবে লক্ষ্যে নিতে পারেননি কোনো শট। অপরদিকে তিনটি লক্ষ্যে শট নিয়েও বল জালে ভেড়াতে পারেনি নেইমাররা।

কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আজ এডুকেশন সিটি স্টেডিয়ামে ক্রোয়েশিয়ার সঙ্গে গোলশূন্য ব্যবধানে ড্র করে বিরতিতে গেছে ব্রাজিল।

ম্যাচে শুরুটা ভালোই করে ব্রাজিল। অপরদিকে সুযোগ পেলেই আক্রমণ করার কৌশল চালিয়ে যায় ক্রোয়েশিয়া। ত্রয়োদশ মিনিটেই এগিয়ে যেতে পারত দলটি। মারিও পাসালিকের নেওয়া ক্রস মিলিতাওয়ের চাপে ঠিকঠাক পায়ে লাগাতে পারেননি পেরিসিক। ২০তম মিনিটে সুযোগ পায় ব্রাজিল। বক্সে রিচার্লিসনের সঙ্গে বল দেওয়া নেওয়ার এক পর্যায়ে শট নেন তিনি। সেটি অবশ্য ঠেকিয়ে দেন ক্রোয়েশিয়া গোলরক্ষক।

৪২তম মিনিটে বক্সের খুব কাছেই ফ্রি-কিক পায় ব্রাজিল। নেইমারের নেওয়া শট ঝাপিয়ে ঠেকান ক্রোয়েশিয়া গোলরক্ষক।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।