ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ব্রাজিলের জার্সিতে আর কি খেলবেন নেইমার?

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৫ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২২
ব্রাজিলের জার্সিতে আর কি খেলবেন নেইমার?

কাতার বিশ্বকাপেই আন্তর্জাতিক ফুটবলের ইতি টানবেন নেইমার, এমনটাই বলেছিলেন তিনি। তবে ভবিষ্যৎ নিয়ে আবারও ভাবতে চান তিনি।

কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে বেদনাদায়ক হারের পর অবসর প্রসঙ্গে নিশ্চিত করে কিছু বলতে চাননি এই ফরোয়ার্ড।

নেইমার বলেন, ‘এই মুহূর্তে অনেক কিছু ভাবতে হবে। কারণ আমি মাথা গরম করে কিছু বলতে চাই না। জাতীয় দলে নিজের ভালোটা ভাবার জন্য সময় চাই আমার । আমি দরজা বন্ধ করছি না, তবে ফেরার ব্যাপারেও কোনো নিশ্চয়তা দিচ্ছি না। সবকিছু নিয়ে আরো একটু ভাবতে চাই আমি। ’

ক্রোয়েশিয়ার বিপক্ষে টাইব্রেকারে হেরে গেলেও এদিন অনন্য মাইলফলক ছুঁয়েছেন নেইমার। পেলের সমান ব্রাজিলের জার্সিতে তারও এখন ৭৭ গোল । কোনো ব্রাজিলিয়ান ফুটবলারই এই তালিকায় দুজনের ওপরে নেই। ৯৫ মিনিটে দুরূহ কোণ থেকে গোলটি করেছিলেন নেইমার। কিন্তু সমর্থকদের আশা পূরণ করতে না পারায় কেদেই মাঠ ছাড়তে হয় তাকে।

সেই ভক্তদের উদ্দেশ্যে নেইমার বলেন, ‘আমার ও আমার সতীর্থদের প্রতি আপনাদের সমর্থন ও শ্রদ্ধার জন্য ধন্যবাদ জানাতে চাই আমি। আমরা আমাদের স্বপ্ন, লক্ষ্য অর্জন করতে পারিনি, তবে এটাই খেলার অংশ। ফুটবলে এমনই হয়। ’

২০২৬ সালে আগামী বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। সেই আসরে নেইমারকে দেখা যাবে তো? 

বাংলাদেশ সময় : ০৩২৪ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২২
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।