ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

সৌদি আরবের প্রতিষ্ঠা দিবসে তলোয়ার হাতে রোনালদো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২৩
সৌদি আরবের প্রতিষ্ঠা দিবসে তলোয়ার হাতে রোনালদো

ফুটবলার হিসেবে তো বটেই, বিজ্ঞাপনের বাজারে ক্রিস্টিয়ানো রোনালদোর কদর সেরাদের কাতারে। তাই তো ফুটবলে বিপ্লব ঘটাতে তাকে ‘পোস্টার বয়’ হিসেবে সাজিয়েছে সৌদি আরবের ক্লাব আল নাসর।

কয়েক মাসের মাথায় ক্লাবের পাশাপাশি দেশটিকেও যেন আপন করে নিয়েছেন ৩৮ বছর বয়সী এই ফুটবলার।

গত বছর থেকে ২২ ফেব্রুয়ারি প্রতিষ্ঠা দিবসে সরকারি ছুটি ঘোষণা করে সৌদি আরব। রোনালদোকে নিয়ে এমআরসুল পার্কে দিনটি ভিন্নভাবে উদযাপন করে আল নাসর।  

এদিন রোনালদোর হাজির হয়েছে পুরোপুরি আরব্য সাজে। তার পরনে ছিল সাদা রংয়ের জুব্বা। যা সৌদি আরবের জাতীয় পোশাক হিসেবে পরিচিত। জুব্বার উপর নেবি ব্লু ও সোনালী রংয়ে মোড়ানো ডাগলাহ পরেন এই পর্তুগিজ। এরপর তলোয়ার হাতে নিয়ে সৌদির ঐতিহ্যবাহী আরদা নাচে অংশ নেন তিনি। তখন তার কাঁধে ছিল সৌদি আরবের পতাকা।

উদযাপনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে রোনালদো লেখেন, ‘সৌদি আরবকে প্রতিষ্ঠা দিবসের শুভেচ্ছা। আল নাসরে এই উদযাপনে অংশ নেওয়া বিশেষ এক অভিজ্ঞতা ছিল। ’

সৌদি প্রো-লিগে আল নাসরের পরবর্তী ম্যাচ আগামী ২৫ ফেব্রুয়ারি দামাকের বিপক্ষে।

বাংলাদেশ সময়: ১২৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২৩
এএইচএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।