ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

মানিকের বদলে মোহামেডানের কোচ আলফাজ

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১১ ঘণ্টা, মার্চ ৭, ২০২৩
মানিকের বদলে মোহামেডানের কোচ আলফাজ

মোহামেডানের কোচের পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে শফিকুল ইসলাম মানিককে। তার বদলে ভারপ্রাপ্ত হিসেবে দলের দায়িত্ব পালন করবেন আলফাজ আহমেদ।

 

বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম পর্বের শেষদিক থেকেই গুঞ্জন ছিল মানিকের ওপর আস্থা হারিয়েছে ক্লাবের ফুটবল কমিটি। বিশেষ করে ২ গোলে এগিয়ে থেকেও নবাগত ফর্টিস এফসির বিপক্ষে হারের পর। ১০ ম্যাচের মাত্র ৩ টি জিতে ১২ পয়েন্ট নিয়ে লিগের প্রথম পর্ব শেষে মোহামেডানের অবস্থান ছয়ে।

শফিকুল ইসলাম মানিকের সহকারী হিসেবে দায়িত্ব পালন করা ক্লাবের সাবেক ফুটবলার আলফাজ আহমেদই এখন মোহামেডানের ডাগআউট সামলাবেন। গোলরক্ষক কোচ হিসেবে থাকছেন ছাইদ হাছান কানন। কোচিং স্টাফে পরিবর্তনের পাশাপাশি মোহামেডান খেলোয়াড় তালিকায়ও কিছু পরিবর্তন আনতে যাচ্ছে। দলের ইরানি মিডফিল্ডার মেইসাম এরই মধ্যে দেশে ফিরে গেছেন।

বাংলাদেশ সময়: ১০১১ ঘণ্টা, মার্চ ০৭, ২০২৩
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।