ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

রোনালদোর গোলে ফেরার রাতে আল নাসরের জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৯ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৩
রোনালদোর গোলে ফেরার রাতে আল নাসরের জয়

টানা তিন ম্যাচে গোলশূন্য থাকার পর জালের দেখা পেলেন ক্রিস্তিয়ানো রোনালদো। সৌদি প্রো লিগে শনিবার প্রথমার্ধে পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়িয়ে ২-১ গোলে জিতেছে আল নাসর।

বেশ বাজে সময় যাচ্ছিল আল-নাসরের পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোর। ম্যাচে একের পর এক মেজাজ হারিয়ে তিনি টানা খবরের শিরোনাম হয়েছিলেন। আগের ম্যাচে রেফারির ওপর ক্ষুব্ধ হয়ে দেখেছেন হলুদ কার্ড। তবে এবার স্বস্তি ফিরেছে বিশ্ব ফুটবলের অন্যতম বড় তারকার।  

আভার বিপক্ষে লিগ ম্যাচে নেমে ২৬তম মিনিটে গোল খেয়ে বসে আল নাসর, গোলটি করেন আব্দুলফাত্তাহ আদাম আহমেদ।  সময় বয়ে যাচ্ছিল, আল নাসর শিবিরে হয়তো পেয়ে বসতে শুরু করেছিল আরেকটি হারের শঙ্কা। অবশেষে ৭৮তম মিনিটে দলকে সমতায় ফেরান রোনালদো।

এর পরপরই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আভার জাকারিয়া সামি আল সুদানি। আর ৮৬তম মিনিটে আল নাসরের সফল স্পট কিকে জয় নিশ্চিত করেন তালিসকা। ২১ ম্যাচে ১৫ জয় ও ৪ ড্রয়ে ৪৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে আল নাসর। ১ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আল-ইত্তিহাদ।

বাংলাদেশ সময়: ১০২৭ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৩
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।