ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

মেসি-বার্সার ভাঙা সম্পর্ক জোড়া লাগানোর চেষ্টায় লাপোর্তা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৪ ঘণ্টা, মার্চ ২৫, ২০২৩
মেসি-বার্সার ভাঙা সম্পর্ক জোড়া লাগানোর চেষ্টায় লাপোর্তা

একটা সময় এসেছিল যখন বার্সেলোনা ছেড়ে যেতে চেয়েছিলেন লিওনেল মেসি। কিন্তু তাকে কোনোভাবেই ছাড়েনি তখন বার্সা।

অথচ এর পরের বছর বাধ্য হয়ে কাতালান ক্লাবটি থেকে বিদায় নিতে হলো মেসিকে। সেদিন থেকে বার্সার সঙ্গে তার সম্পর্কটা আর সুখের থাকেনি। এক সিদ্ধান্তের কারণে চিড় ধরা পড়ে ২১ বছরের সম্পর্কের।  

বর্তমান বোর্ড নিয়ে বেশ ক্ষুব্ধ মেসি। প্রকাশ্যে বেশ কয়েকবার করেছেন সমালোচনাও।  তবে মেসির সঙ্গে সেই ভাঙা সম্পর্ক জোড়া লাগানোর জন্য উপায় খুঁজতে হচ্ছে বার্সা সভাপতি হোয়ান লাপোর্তাকে। চেষ্টা করে যাচ্ছেন তিনি। বার্সা সভাপতি বলেন, ‘বার্সার সঙ্গে মেসির বর্তমান সম্পর্ক উন্নতি করার উপায় খুঁজতে হবে আমাকে। ’

বার্সা ছেড়ে পিএসজিতে যোগ দেন মেসি। পিএসজির সঙ্গে তার চুক্তির মেয়াদ এই মৌসুম পর্যন্তই। এরপর কোথায় যাবেন সেই গন্তব্য এখনো ঠিক করেননি। তবে মেসির জন্য বার্সার দরজা সবসময় খোলা বলে জানিয়েছেন লাপোর্তা।

তিনি বলেন, ‘দেখব কী হয়, তবে সে (মেসি) জানে বার্সেলোনার দরজা তার জন্য খোলা। মেসি ইতিহাসের সেরা খেলোয়াড়। বার্সেলোনার ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় সে। আমি যা বলি তা নিয়ে সতর্ক থাকতে হবে। কারণ সে এখন পিএসজির খেলোয়াড় এবং সেই সম্মানটা করতেই হবে। ’

মেসির চলে যাওয়া সম্পর্কে লাপোর্তা বলেন, ‘যখন আমি প্রেসিডেন্ট হই, তখন ক্লাবের অবস্থা ভালো ছিল না এবং আমাকে এমন সিদ্ধান্ত নিতেই হতো যেটা আমার ভালো লাগার নয়। ’

এদিকে কিছুদিন আগে মেসির ভবিষ্যৎ গন্তব্য নিয়ে তার সাবেক আর্জেন্টাইন সতীর্থ সের্হিও আগুয়েরো বলেন, ‘আমি মনে করি মেসির বার্সেলোনায় অবসর নেওয়া উচিত। কারণ বার্সেলোনা তার ঘর, এখানেই তার ক্যারিয়ার শেষ করা উচিত। মেসিকে ফিরিয়ে আনতে লাপোর্তার চেষ্টা করা দরকার। যদি লাপোর্তা পদক্ষেপ নেন, মেসি বার্সায় ফিরে আসবে। এই মুহূর্তে তার বার্সা আসার সম্ভাবনা ফিফটি-ফিফটি। ’

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, মার্চ ২৫, ২০২৩
এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।