ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

তুর্কমেনিস্তানের জালে বাংলাদেশের মেয়েদের গোল উৎসব

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৯ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২৩
তুর্কমেনিস্তানের জালে বাংলাদেশের মেয়েদের গোল উৎসব সংগৃহীত ছবি

এএফসি অনূর্ধ্ব-১৭ বাছাইপর্বের ম্যাচে তুর্কমেনিস্তানের বিপক্ষে গোল উৎসব করে আসর শুরু করেছে বাংলাদেশের মেয়েরা।  

বুধবার সিঙ্গাপুরের জালান বেসার স্টেডিয়ামে আজ ৬-০ গোলে জয় পেয়েছে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।

তিন দলের গ্রুপে প্রথম ম্যাচে জয় পাওয়ায় মূল পর্বে খেলার স্বপ্ন আরও রঙ্গিন হলো রুমাদের। ম্যাচে জোড়া গোল করেছেন থুইনুই মারমা।  

ম্যাচের প্রথমার্ধে তিন গোল করে চালকের আসনে বসে বাংলাদেশ দল। ম্যাচের ৫ মিনিটের মধ্যেই বাংলাদেশ ২-০ গোলে এগিয়ে যায়। তৃতীয় মিনিটে পূজা দাস ও পঞ্চম মিনিটে সময় থুইনুই মারমা গোল করেন। ৩৯তম মিনিটে অধিনায়ক রুমা আক্তারের গোলে ৩-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।

দ্বিতীয়র্ধে আক্রমণের ধার বাড়ায় বাংলাদেশ। ৫৩তম মিনিটে থুইনুই মারমা নিজের দ্বিতীয় গোল করলে দল এগিয়ে যায় ৪-০ ব্যবধানে। ৬০ মিনিটে সুরভী আকন্দ প্রীতি পেনাল্টি থেকে ব্যবধান ৫-০ করেন। ৮২তম মিনিটে আরও একবার পেনাল্টি পায় বাংলাদেশ। বদলি খেলোয়াড় শ্রীমতি কৃষ্ণা গোল করলে অর্ধ ডজন গোলের জয় পায় লাল-সবুজরা।

তুর্কমেনিস্তান তাদের পরবর্তী ম্যাচ খেলবে ২৮ এপ্রিল স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে। সেই ম্যাচের দিকে দৃষ্টি থাকবে বাংলাদেশেরও। ঐ ম্যাচে সিঙ্গাপুর পয়েন্ট হারালে বা ৬ গোলের কম ব্যবধানে জিতলে বাংলাদেশ পরের ম্যাচে ড্র করলেই বাছাইয়ের পরের পর্বে যাবে। বাংলাদেশের পরবর্তী ম্যাচ ৩০ এপ্রিল স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে।

বাংলাদেশ সময়: ২০৪৯ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২৩
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।