ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

ফুটবল

ফেডারেশন কাপ

গোপালগঞ্জ নয় কিংস অ্যারেনায় তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৬ ঘণ্টা, মে ২১, ২০২৩
গোপালগঞ্জ নয় কিংস অ্যারেনায় তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ

বসুন্ধরা কিংস ও শেখ রাসেল ক্রীড়া চক্রের মধ্যকার ফেডারেশন কাপ ফুটবলের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের ভেন্যু পরিবর্তন করেছে বাফুফের প্রফেশনাল লিগ কমিটি। আগামী ২৩ মে গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে হওয়ার কথা ছিল ম্যাচটি।

তবে ভেন্যু পরিবর্তন হয়ে সেই ম্যাচ আয়োজিত হবে কিংস অ্যারেনায়।

কেননা সেই ম্যাচের তিন দিন পরই ২৬ মে দুই দল ঢাকায় মুখোমুখি হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে। দুই ম্যাচের মধ্যে সময় কম থাকায় বসুন্ধরা কিংস ও শেখ রাসেল ক্রীড়া চক্র বাফুফের প্রফেশনাল লিগ কমিটির কাছে অনুরোধ করেছিল খেলার ভেন্যু পরিবর্তনের।

বাফুফের ম্যানেজার (কম্পিটিশন্স) জাবের বিন তাহের আনসারী জানিয়েছেন, দুই ক্লাবের অনুরোধে ওই ম্যাচের ভেন্যু পরিবর্তন করা হয়েছে। ২৩ মে ম্যাচটি অনুষ্ঠিত হবে বসুন্ধরা কিংস অ্যারেনায়।

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, মে ২১, ২০২৩
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।