কোপা দেল রে’তে রিয়াল মাদ্রিদের ভাগ্য ভালো না বলে ধরা হয়। কিন্তু সেটিতেই এবার বাজিমাত করলো তারা।
গতকাল রাতে কোপা দেল রের শেষ ৩২ এর ম্যাচে দেপোর্তিভা মিনেরাকে ৫-০ ব্যবধানে হারিয়েছে রিয়াল। ক্লাবটির হয়ে জোড়া গোল করেছেন আর্দা গুলের। একটি করে গোল পেয়েছেন ফেদে ভালভার্দে, এদুয়ার্দো কামাভিঙ্গা ও লুকা মদ্রিচ।
খেলা শুরু হওয়ার খানিক সময়ের মধ্যেই এগিয়ে যায় রিয়াল। ব্রাহিম দিয়াসের ক্রস ডি বক্স থেকে জালে পাঠান ভালভার্দে। আক্রমণাত্মক ফুটবল খেলা ক্লাবটি ত্রয়োদশ মিনিটেই ব্যবধান করে দ্বিগুণ। কামাভিঙ্গার প্রথম শট গোলরক্ষক ফিরিয়ে দিলেও নিয়ন্ত্রণে নিতে পারেননি। পরে ফ্রান গার্সিয়ার ক্রস থেকে জাল খুঁজে নেন ফরাসি মিডফিল্ডার।
২৮তম মিনিটে ব্যবধান আরও বাড়ান গুলের। ভালভার্দে থেকে পাওয়া বল টেনে নিয়ে জাল খুঁজে নেন তুরস্কের এই ফরেয়ার্ড। বিরতির পর একই ভাবে খেলতে থাকে তারা। ৫৫তম মিনিটে স্কোরলাইন ৪-০ করেন লুকা মদ্রিচ।
শেষদিকে আরও একটি গোল পান গুলের। ৮৮তম মিনিটে গার্সি থেকে পাওয়া থেকে ক্রস পায়ের টোকায় জালে পাঠান তুরস্কের এই তরুণ। এই গোলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে কার্লো আনচেলত্তির শিষ্যরা।
বাংলাদেশ সময়: ১০৫২ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২৪
আরইউ