ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

ফুটবল

চ্যাম্পিয়নস লিগ শিরোপা ছাড়া ‘অপূর্ণ’ ম্যান সিটি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৯ ঘণ্টা, মে ২২, ২০২৩
চ্যাম্পিয়নস লিগ শিরোপা ছাড়া ‘অপূর্ণ’ ম্যান সিটি

প্রিমিয়ার লিগ জয়কে যেন অভ্যাসে পরিণত করে ফেলেছেন পেপ গার্দিওলা। শেষ ছয় মৌসুমে তার অধীনে পাঁচবার লিগ জেতেছে ম্যানচেস্টার সিটি।

কিন্তু অধরা চ্যাম্পিয়নস লিগ। কেবল এই একটি শিরোপাই পূর্ণতা দেবে সিটিকে। এমনটাই বলেছেন গার্দিওলা।  

চলতি মৌসুমে যেন একপ্রকার অপ্রতিরোধ্য সিটি। লিগ জিতেছে তো বটেই চ্যাম্পিয়নস লিগেও দোর্দণ্ড প্রতাপ দেখাচ্ছে তারা। ১৪ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ সেমিফানালে পাত্তাই পায়নি তাদের কাছে। ফাইনালে ইন্টার মিলানকে প্রতিপক্ষ হিসেবে পেলেও শক্তি বিচারে ঢের এগিয়ে আছে ইংলিশ ক্লাবটি। তাই অপূর্ণতা ঘুচানোর সবচেয়ে বড় সম্ভাবনা এবারই বলে ধারণা করা হচ্ছে।

গার্দিওলা বলেন, ‘ছয় বছরে পঞ্চম প্রিমিয়ার লিগ শিরোপা-আমি কল্পনাই করতে পারিনি। মনে হচ্চে অসাধারণ কিছু করেছি আমরা, তবে অন্যতম সেরা দল হতে হলে আমাদের চ্যাম্পিয়নস লিগ জিততে হবে, অন্যথায় এটা অপূর্ণ রয়ে যাবে। ’

‘আমরা অনেক কিছু জিতেছি তবে এটা অস্বীকার করতে পারব না যে, যা কিছু করেছি সেটার মূল্য বোঝাতে আমাদের চ্যাম্পিয়নস লিগ জিততে হবে। আমার মনে হচ্ছ, ছেলেরা এখন একটু ক্লান্ত, অনেক লম্বা মৌসুমের শেষ প্রান্তে আমাদের কাজ হয়ে গেছে-এরকম একটা অনুভূতিও থাকতে পারে সবার। আশা করি, সেটা দ্রুতই ঝেড়ে ফেলতে পারব আমরা। ”

গার্দিওলার সিটির সামনে এখন ট্রেবল জয়ের হাতছানি। আগামী ৩ জুন এফএ কাপের ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হবে তারা। এরপর ১০ জুন ইস্তাম্বুলে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে তাদের প্রতিপক্ষ ইন্টার মিলান।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, মে ২২, ২০২৩
এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।