ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

ফুটবল

আর্সেনালে আরও তিন বছর থাকছেন সাকা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৫ ঘণ্টা, মে ২৩, ২০২৩
আর্সেনালে আরও তিন বছর থাকছেন সাকা

চলতি মৌসুমে তীরে এসে তরী ডুবল আর্সেনালের। অল্পের জন্য প্রিমিয়ার লিগ শিরোপা নিজেদের করে নিতে পারেনি।

তাদের এই দুর্দান্ত পথচলায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন বুকায়ো সাকা। এবার নিজের পথচলা আরও দীর্ঘ করতে চুক্তি নবায়ন করেছেন তরুণ এই ফরোয়ার্ড।  

আজ এক বিবৃতিতে আর্সেনাল সাকার চুক্তির বিষয়টি জানায়। সেখানে অবশ্য চুক্তির মেয়াদ উল্লেখ করা হয়নি। তবে ‘বিবিসি’ জানিয়েছে, ২০২৬-২০২৭ সাল পর্যন্ত ক্লাবের সঙ্গে থাকবেন ২১ বছর বয়সী এই তারকা। তার বর্তমান চুক্তির মেয়াদ রয়েছে ২০২৩-২০২৪ মৌসুম পর্যন্ত।  

আর্সেনালের হয়ে এই মৌসুমে সব প্রতিযোগীতা মিলিয়ে ১৪ গোল করেছেন সাকা। ১১টি গোল করিয়েছেন সতীর্থদের দিয়ে। সবমিলিয়ে ক্লাবটির হয়ে ১৭৮টি ম্যাচ খেলেছেন তিনি।  

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, মে ২৩, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।