ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

ফুটবল

অ-১২ মহিলা চ্যাম্পিয়নশিপ

২৭ মে শুরু হচ্ছে জেএফএ কাপ

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, মে ২৫, ২০২৩
২৭ মে শুরু হচ্ছে জেএফএ কাপ

৩৭ দলের অংশগ্রহণে শুরু হচ্ছে জেএফএ অনূর্ধ্ব-১২ জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপ কাপ। আগামী ২৭ মে (শনিবার) থেকে শুরু হবে প্রথম পর্বের খেলা।

ছয় ভেন্যুতে প্রথম পর্বের খেলা আয়োজিত হবে। আজ বাংলাদেশ ফুটবল ফেডারেশনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

প্রথম পর্বের ভেন্যুগুলো হলো- মাগুরা, রাজশাহী, রংপুর, শেরপুর, ফেনী ও গোপালগঞ্জ। নকআউট ভিত্তিতে ৪ জুন পর্যন্ত চলবে প্রথম পর্বের ম্যাচগুলো। ছয় ভেন্যুর চ্যাম্পিয়ন ছয় দল ও দুই সেরা রানার্সআপ খেলবে চূড়ান্ত পর্বে। ৭ জুন রাজশাহীতে শুরু হবে এই পর্বের খেলা।

চূড়ান্ত পর্বে আট দলকে দুটি গ্রুপে ভাগ করে খেলা হবে। প্রথম পর্বে অংশ নেওয়া প্রত্যেকটি দল পাবে ২৫ হাজার টাকা করে। আর আয়োজক আট জেলা পাবে ৩০ হাজার টাকা করে। প্রথম পর্বে জেতা দলগুলো পাবে পাঁচ হাজার টাকা।  

বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, মে ২৫, ২০২৩
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।