ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

ফুটবল

মগিনি-সাজেদার পর অবসরে সাফজয়ী স্বপ্না

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪০ ঘণ্টা, মে ২৬, ২০২৩
মগিনি-সাজেদার পর অবসরে সাফজয়ী স্বপ্না

অলিম্পিক বাছাইয়ের ক্যাম্প থেকে বাদ পড়ে অভিমান নিয়ে ফুটবল থেকে অবসর নিয়েছিলেন সাফ জয়ী দুই নারী ফুটবলার আনাই মগিনি এবং সাজেদা খাতুন। গত জানুয়ারিতে অবসর নিয়েছিলেন তারা।

আজ অবসরের ঘোষণা দিয়েছেন সাফজয়ী দলের আরেক ফুটবলার সিরাত জাহান স্বপ্না।  

শুধু সাফ জয়ী দলের সদস্যই ছিলেন না তিনি, আসরে করেছিলেন চারটি গোলও। ভারতের বিপক্ষেও করেছেন জোড়া গোল। কিন্তু আচমকা দিয়েছেন অবসরের ঘোষণা। নিজের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে এই ঘোষণা দেন তিনি।  

অবসরের পোস্টে স্বপ্না লিখেছেন, ‘আমি নিজ ইচ্ছায় পেশাদার ফুটবল থেকে বিদায়  নিলাম। প্রায় আট বছর পেশাদার ফুটবল খেলার সৌভাগ্য হয়েছে আমার। ফুটবল ক্যারিয়ারে আসার পর আমি অনেক কিছু পেয়েছি। সব কিছুর জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই মহান আল্লাহ তায়ালার প্রতি। খেলার সুবাদে অনেকের সাথে আমার পরিচয় হয়েছে। তাই জেনে বা না জেনে যদি কারো মনে কষ্ট দিয়ে থাকি প্লিজ হ্মমার দৃষ্টি তে দেখবেন। এবং সবাই আমার জন্য দোয়া করবেন...’

কোনো কারণ ছাড়াই ফুটল থেকে অবসর নিয়েছেন বলে জানিয়েছেন স্বপ্না। বাংলানিউজকে তিনি বলেন, ‘কোনো কারণ ছাড়াই অবসর নিয়েছি। কারও সাথে কোনো দ্বন্দ্ব নেই। কোনো কিছুর প্রতি বিরক্ত হয়েও সিদ্ধান্ত নেইনি। ’

ইতোমধ্যেই ক্যাম্পে ছেড়ে পরিবারের কাছে ফিরে গেছেন স্বপ্না। এখন সময়টা শুধু পরিবারের সঙ্গে দিতে চান বলে জানিয়েছেন তিনি। স্বপ্না বলেন, ‘পরিবারের কাছে চলে এসেছি। আগামীতে কি করবো এখনও সিদ্ধান্ত নেইনি। তবে এখন সময়টা পরিবারের সঙ্গে কাটাতে চাই। ’

আগামীতে ফুটবলের সঙ্গে থাকবেন কিনা এমন প্রশ্নের জবাবে স্বপ্না বলেন, ‘না, আমাার আর ফুটবলের সঙ্গে থাকার কোনো ইচ্ছা নেই। ’

মাত্র ২২ বছর বয়েসেই অবসরের এই সিদ্ধান্ত সকলকে অবাক করেছে। সাফল্যের চূড়ায় থাকা নারী ফুটবল দলের সদস্যদের একে একে অবসরের ঘোষণায় অবাক ফুটবল অঙ্গনের সকলেই।  

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, মে ২৬, ২০২৩
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।