ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

ফুটবল

ইংল্যান্ডকে রুখে দিল ডেনমার্ক

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৭ ঘণ্টা, জুন ২১, ২০২৪
ইংল্যান্ডকে রুখে দিল ডেনমার্ক

জিতলেই উঠে যেত ইউরোর নকআউট পর্বে। কিন্তু এগিয়ে গিয়েও পারল না ইংল্যান্ড।

তাদের ১-১ গোলে রুখে দেয় ডেনমার্ক। উল্টো ইংলিশদের খেলা সমর্থকদের হতাশই করেছে বলা যায়। বল পজেশন কিংবা গোলমুখে শট নেওয়া দুটোতেই এগিয়ে ছিল ডেনমার্ক।

ফ্রাঙ্কফুর্ট স্টেডিয়ামে ম্যাচের ১৮তম মিনিটে ডেডলক ভাঙেন হ্যারি কেইন। জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের হয়ে দারুণ এক মৌসুম কাটানো ইংলিশ অধিনায়ক গোল করতে কোনো ভুল করেননি। তবে সেই ইংলিশরা পারেনি বেশিক্ষণ ধরে রাখতে। ৩৪ মিনিটে ক্রিস্টিয়ানসেনের ডেনমার্ককে সমতায় ফেরান মর্তেন হইয়ুলমান্দ।  

বিরতির পর দুই দলই চেষ্টা করে জয় নিয়ে মাঠ ছাড়ার। কিন্তু কেউই সফল হয়নি। তাই পয়েন্ট ভাগাভাগি করে নিতে হয় তাদের।

এদিকে সি গ্রুপের অন্য ম্যাচে স্লোভেনিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র করেছে সার্বিয়া।  

বাংলাদেশ সময় ০০৩৬ ঘণ্টা, জুন২১, ২০২৪

এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।