ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

ফুটবল

চোট কাটিয়ে অনুশীলনে ফিরলেন মেসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, জুলাই ২, ২০২৪
চোট কাটিয়ে অনুশীলনে ফিরলেন মেসি

চোটের কারণে পেরুর বিপক্ষে খেলেননি আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। যদিও ম্যাচটি জিতেছিল তারা।

এবার পেল সুখবরও। চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন ইন্টার মায়ামির এই ফরোয়ার্ড।  

কোপা আমেরিকায় নিজেদের দ্বিতীয় ম্যাচে চিলির বিপক্ষে ঊরুতে চোট পান মেসি। যে কারণে পেরুর ম্যাচের আগে তাকে দেখা যায়নি অনুশীলনে। গ্রুপপর্বের শেষ ম্যাচটিতে মাঠেও নামেননি তিনি। পুরো সময় ধরে ছিলেন বেঞ্চে।  

অবশেষে সেই চোট কাটালেন মেসি। এই ব্যাপারে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন জানিয়েছে, বেশ কিছু ‘কাইনেসিওলজি সেশন’ করার পর সতীর্থদের সঙ্গে অনুশীলনে ফিরেছেন এই তারকা।  

কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ সময় আগামী শুক্রবার ‘বি’ গ্রুপ রানার্সআপ ইকুয়েডরের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ম্যাচটিতে মাঠে দেখা যাবে মেসিকে।  

বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, জুলাই ২, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।