ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

ফুটবল

ভুটানের বিপক্ষে খেলবে বাংলাদেশ

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২৪
ভুটানের বিপক্ষে খেলবে বাংলাদেশ

আসন্ন ফিফা উইন্ডোতে ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারন সম্পাদক ইমরান হোসেন তুষার।

 

দেশের বর্তমান পরিস্থিতিতে হোম ম্যাচ খেলা কিছুটা অনিশ্চিত। তবে হোম ম্যাচ না খেলতে পারলেও অ্যাওয়ে ম্যাচে খেলার বিষয়ে চেষ্টা করছে বাফুফে।  

ইমরান বলেন, ‌‘বর্তমান পরিস্থিতিতে ভুটানের সঙ্গে কথাবার্তা চালাচ্ছিলাম। এখন তাদেরও তো বর্তমান পরিস্থিতে আশ্বস্ত হওয়ার দরকার আছে। তারা আমাদের হোমে এসে খেলতে অপরাগতা প্রকাশ করছে। যদিও এটি এখনই নিশ্চিত করে বলা যায় না। তবে মোটামুটি নিশ্চিত যে ওদের ওখানে গিয়েই (ভুটানে) আমাদের খেলতে হবে। ’ 

প্রতিপক্ষ হিসেবে ভুটানকে বেছে নেওয়ার বিশেষ কারণ আছে বলে জানিয়েছেন ইমরান। র‌্যাংকিংয়ে উন্নতি করতেই মূলত ভুটানের বিপক্ষে খেলতে চাইছে বাংলাদেশ। র‌্যাংকিংয়ে উন্নতি করতে পারলে এএফসির টুর্নামেন্টে তুলনামূলক সহজ গ্রুপে যাওয়া সম্ভব বাংলাদেশের। তুষার বলেন, ‘আপনারা জানেন আমাদের বর্তমান র‌্যাংকিং এর কারণে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে খেলতে গেলে আমরা চার নম্বর পটে রয়েছি। তাহলে কিন্তু আমাদের তিনটা দলই কঠিন প্রতিপক্ষ পড়বে। এখানে একমাত্র আমাদের সামনে আছে ভুটান। তাদের যদি আমরা হারাতে পারি, তবে ডিসেম্বরে যে র‌্যাংকিং হবে ওইটার ওপর ভিত্তি করে আমরা তিন নম্বর পটে থাকব। এটাই আমাদের প্রধান উদ্দেশ্য ভুটানের সঙ্গে খেলার। অনেকেই বলেন আমরা কঠিন প্রতিপক্ষের বিপক্ষে কেন খেলি না। এর পেছনের কারণ এটাই। ’

এই ফিফা উইন্ডোতে বাংলাদেশের হয়ে হামজা চৌধুরীর খেলার আশা জানিয়েছিলেন তুষার। তবে এই উইন্ডোতে তার খেলা হচ্ছে না বলে জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক। তবে হামজার সঙ্গে আলাপ চলছে। তুষার বলেছেন, ‘হামজার পাসপোর্ট হয়ে গেছে। তার এজেন্টের সঙ্গে আমাদের আলাপ চলছে। আশা করি দ্রুতই আপনাদের একটি সুসংবাদ দিতে পারবো। ’

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২৪
এআর/এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।