খেলোয়াড়ী জীবনে সফলতা পেলেও কোচিং ক্যারিয়ার যেন ঠিক তার উল্টোটা। ইংলিশ সাবেক ফুটবলার ওয়েইন রুনি থিতু হতে পারছেন না কোনো ক্লাবেই।
রুনির সঙ্গে সমঝোতার মাধ্যমেই চুক্তি বাতিল করে ক্লাবটি। আজ এক বিবৃতিতে নিজেরাই নিশ্চিত করে বিষয়টি। মে মাসে তিন বছরের জন্য কোচ হিসেবে রুনিতে নিয়োগ দেয় তারা। ইয়ান ফস্টারের স্থলাভিষিক্ত হন সাবেক এই ইংলিশ অধিনায়ক। কিন্তু দায়িত্ব নিয়ে সফল হননি তিনি। ভুগতে থাকা প্লিমিথকে উঠাতে পারেননি। চ্যাম্পিয়নশিপে তার অধীনে ২৩ ম্যাচের মাত্র ৪টিতে জয় পেয়েছে প্লিমিথ। ১৮ পয়েন্ট নিয়ে আছে টেবিলের নিচের দিকে।
২০২১ সালে কোচিং ক্যারিয়ার শুরু করা রুনি দ্বিতীয় স্তরের দল ডার্বি কাউন্টির দায়িত্ব নিয়ে ক্যারিয়ার শুরু করেন। ২০২২ সালে দ্বিতীয় দল হিসেবে মেজর লিগ সকারের ডিসি ইউনাইটেডের কোচ হন তিনি। পরে আবার যোগ দেন বার্মিংহ্যাম সিটিতে। এরপর দায়িত্ব নিয়েছে প্লিমিথের। কিন্তু টিকতে পারেননি।
বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২৪
আরইউ