ঢাকা, সোমবার, ২১ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

ফুটবল

চোট কাটিয়ে ফিরছেন ইয়ামাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৪ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২৫
চোট কাটিয়ে ফিরছেন ইয়ামাল ছবি: সংগৃহীত

অনুশীলনে ফিরেছেন বার্সেলোনার গুরুত্বপূর্ণ ফুটবলার লামিনে ইয়ামাল। লা লিগায় গত ১৬ ডিসেম্বর লেগানেসের বিপক্ষে অ্যাঙ্কেলে চোট পেয়েছিলেন তিনি।

লম্বা সময় পর সেটি কাটালেন এই ফরোয়ার্ড। তাকে দেখা গিয়েছে অনুশীলনে।  

চোট কাটিয়ে ওঠায় স্প্যানিশ সুপার কাপে আগামী বুধবার সৌদি আরবের জেদ্দায় আথলেতিক বিলবাওয়ের ম্যাচে পাওয়া যেতে পারে তাকে। এর আগে অবশ্য কোপা দেল রের ম্যাচে বার্বাস্ত্রোর ম্যাচে খেলবে তারা। যদিও এই ম্যাচে খেলার সম্ভাবনা কম ইয়ামালের।  

সুপার কাপের আরেক সেমি-ফাইনালে আগামী বৃহস্পতিবার মায়োর্কার বিপক্ষে খেলবে রিয়াল মাদ্রিদ। ফাইনাল হবে ১২ জানুয়ারি। সব ম্যাচই হবে জেদ্দায়।

চলতি মৌসুমে বল পায়ে দুর্দান্ত ছিলেন ইয়ামাল। সব প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমে ২১ ম্যাচে ৬টি গোল করেন। সতীর্থদের দিয়ে করান ১১টি।

বাংলাদেশ সময়: ১১৫৪ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।