ঢাকা, সোমবার, ২১ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

ফুটবল

জনাথনের জোড়া গোলে পুলিশকে উড়িয়ে দিল কিংস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৭ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২৫
জনাথনের জোড়া গোলে পুলিশকে উড়িয়ে দিল কিংস

ফেডারেশন কাপে রোমাঞ্চকর জয় পেলেও প্রিমিয়ার লিগে পুলিশ এফসিকে উড়িয়ে দিল বসুন্ধরা কিংস। ময়মনসিংহের রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে ৫-০ গোলের বড় জয় তুলে নিয়েছে তারা।

যেখানে জোড়া গোল করেন জনাথন ফার্নান্দেস।

খেলার দশম মিনিটেই জাল কাঁপায় কিংস। ফয়সাল আহমেদে ফাহিমের আড়াআড়ি ক্রসে গোলের খাতায় নাম লেখান জনাথন। তিন মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন মজিবুর রহমান জনি। বিরতির আগে ৩৮ মিনিটে দ্বিতীয় গোল করেন জনাথন।  ফাহিমের শট ক্রসবারে লেগে প্রতিহত হলে বল যায় ফের্নান্দেসের কাছে। জটলার ভেতর থেকে প্রথমে হেডের চেষ্টায় ব্যর্থ হওয়ার পর কোনোমতে শট নেন এই ব্রাজিলিয়ান, তাতেই বল জালে।

দ্বিতীয়ার্ধে আর কোনোভাবেই ম্যাচে ফিরতে পারেনি পুলিশ। মিগেল ফিগেইরার ফ্রি কিক থেকে জনি আড়াআড়ি ক্রস বাড়ান বক্সে। তারপর আলতো টোকায় ব্যবধান ৪-০ করেন রাকিব। গত নভেম্বরের পর লিগে প্রথম গোলের দেখা পেলেন এই ফরোয়ার্ড।

শেষ দিকে মোহাম্মদ রফিককে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন পুলিশের মোরেনো গুইতো। এরপর যোগ করা সময়ে মিগেল গোল করলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বসুন্ধরা কিংস। ছয় ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে আছে বর্তমান চ্যাম্পিয়নরা। ৬ পয়েন্ট নিয়ে সাতে পুলিশ।

এদিকে কিংস অ্যারেনায় ফর্টিসের সঙ্গে গোলশূন্য ড্র করেছে আবাহনী লিমিটেড। তলানির দল ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবকে ৩-০ গোলে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়ন।

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।