ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

দ্বিতীয় ম্যাচেই ধাক্কা খেল ইউনাইটেড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৪ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২৪
দ্বিতীয় ম্যাচেই ধাক্কা খেল ইউনাইটেড

জয় দিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ শুরু করলেও দ্বিতীয় ম্যাচেই ধাক্কা খেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ব্রাইটনের কাছে শেষ মুহূর্তের গোলে ২-১ ব্যবধানে হেরেছে তারা।

আমেরিকান এক্সপ্রেস স্টেডিয়ামে ৩২ মিনিটে ব্রাইটনকে এগিয়ে দেন ড্যানি ওয়েলবেক। কাউরু মিতোমার ক্রস থেকে সাবেক ক্লাবের বিরুদ্ধে গোলটি করেন তিনি। পিছিয়ে থেকে বিরতিতে গেলেও দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় ইউনাইটেড। ৬০ মিনিটে তাদের সমতায় ফেরান আমাদ দিয়ালো।

তারপরও পয়েন্ট খোয়ানোর দিকেই এগোচ্ছিল রেড ডেভিলরা। কিন্তু শেষ পর্যন্ত কোনো পয়েন্ট হাতে না নিয়েই মাঠ ছাড়তে হলো তাদের। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে সিমোন আদিংরার চিপ থেকে ব্রাইটনকে জয়সূচক গোল এনে দেন জোয়াও পেদ্রো।  

টানা দুই ম্যাচে দুই জয় নিয়ে টেবিলের শীর্ষে আছে ব্রাইটন। ৩ পয়েন্ট নিয়ে আটে ইউনাইটেড।

বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২৪
এএইচএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।