ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

শেষ ম্যাচেও জয় চায় বাংলাদেশ

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০২৪
শেষ ম্যাচেও জয় চায় বাংলাদেশ

ভুটানের প্রতিকূল আবহাওয়ায় মানিয়ে নিতে বেগ পেতে হচ্ছিল বাংলাদেশকে। প্রথম ম্যাচ জিতেই সব ভয়-শঙ্কা অবশ্য উড়িয়ে দিয়েছে হাভিয়ের কাবরেরার দল।

এবার দ্বিতীয় ম্যাচেও জয়ের লক্ষ্য তাদের।  

ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচে বাংলাদেশ জয় পেয়েছিল ১-০ গোলে। পরের ম্যাচেও কোনো গোল হজম করতে চান না বাংলাদেশের ফুটবলাররা। যা মাঠে গড়াবে আগামীকাল বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।

এবারের ভুটান সফরের প্রধান উদ্দেশ্যই ছিল ফিফা র‍্যাংকিংয়ে বাংলাদেশের উন্নতি করা। কিছুদিন আগে এমনটাই বলেছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। মূলত এএফসি এশিয়ান কাপে তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেতেই সেপ্টেম্বর উইন্ডোতে ভুটানকে বেছে নেয় বাফুফে। আজ শনিবার সেই কথাই বললেন সহকারি কোচ হাসান আল মামুন, ‘আমরা এখানে এসেছি ফিফা র‍্যাংকিংয়ে উন্নতি করার জন্য। আসলে এ কারণেই আমাদের সমান, কিংবা কিছুটা পিছিয়ে থাকা দলের বিপক্ষে খেলছি, দলের প্রস্তুতি ও মনোভাব সেরকমই। ’

একই কারণেই পূর্ণ তিন পয়েন্ট চোখ অধিনায়ক জামাল ভূঁইয়ার। ম্যাচের আগের দিন বলেছেন, ‘আমি চাই আপনারা সবাই টিমের জন্য দোয়া করেন, আর টিমের পাশে থাকেন, আশা করি আমরা পূর্ণ তিন পয়েন্ট পাবো। ’ 

প্রথম ম্যাচে মূল একাদশে না থাকলেও দ্বিতীয়ার্ধে জামালকে বদলি হিসেবে নামান কোচ কাবরেরা। শেষ দিকে ম্যাচে ফিরতে মরিয়া ছিল ভুটান। গোল পরিশোধে একাধিকবার বাংলাদেশের ডেরায় ঢুকেছে প্রতিপক্ষে ফরোয়ার্ডরা। তবে গোলরক্ষক মিতুল মারমা ছিলেন অবিচল। তার নৈপুণ্যে ক্লিনশীট রাখে বাংলাদেশ। এই ম্যাচেও গোল হজম না করার দিকে মনোযোগ দিতে চান ডিফেন্সিভ মিডফিল্ডে খেলা জামাল, ‘আমি বলব ভুটান প্রথম ম্যাচে অনেক ভালো খেলেছে। তাছাড়া ওরা তিন-চার জন খেলোয়াড়কে পায়নি। তারপরও মাঠে যারা ছিল তারা ভালো খেলেছে। ওরা আমাদের খুব চাপে রেখেছিল। তারপরও যদি ক্লিনশীট রাখতে পারি সেটা আমাদের জন্য ভালো হবে। ’

প্রথম ম্যাচে শেখ মোরছালিনের একমাত্র গোলে জেতে বাংলাদেশ। ওই গোলটি অবশ্য প্রতিপক্ষ গোলরক্ষকের ভুলেই পেয়ে যায় বাংলাদেশ। তবে কর্নারের কাছাকাছি থেকে ভুটানের বক্সে ক্রস দিয়েছিলেন রাকিব হোসেন। যে কারণে গোলে অবদান আছে অভিজ্ঞ এই ফরোয়ার্ডের। তবে দুঃসংবাদ; দ্বিতীয় ম্যাচে তাকে পাচ্ছে না বাংলাদেশ। ওই ম্যাচেই আঘাত পেয়ে মাঠ ছেড়েছিলেন তিনি। তাকে নিয়ে সহকারী কোচের ভাষ্য, ‘আপনারা দেখেছেন গত ম্যাচে থ্রোয়িং এর একটা মুহূর্তে রাকিবের পায়ের ওপর ওদের এক খেলোয়াড় পড়েছে। তাতে অ্যাঙ্কেলে ব্যথা পায় রাকিব। এরপর টিম ম্যানেজমেন্ট ওকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার এক্স-রে হয়েছে, এমআরআই করানো হয়েছে, তো আমরা যেটা জানতে পেরেছি, এই ম্যাচে ওকে পাওয়া যাচ্ছে না। তবে ইনজুরিটা এতো মারাত্মক না যে এটার জন্য তাকে লম্বা সময় মাঠের বাইরে থাকতে হবে। আশা করি খুব শিগগিরিই সে দলের সঙ্গে ফিরবে। ’

রাকিব না থাকলে তার জায়গায় কে সুযোগ পাবেন সেটি অবশ্য খোলাসা করেননি তিনি। আগের ম্যাচে রাকিবের বদলি হিসেবে নামেন সবশেষ লিগে মোহামেডানের জার্সিতে খেলা শাহরিয়ার ইমন। দ্বিতীয় ম্যাচের সেরা একাদশেও দেখা যেতে পারে তাকে।  

বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০২৪
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।