ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ/

সিরিয়ার কাছে বড় হারে বাছাই শুরু বাংলাদেশের

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২৪
সিরিয়ার কাছে বড় হারে বাছাই শুরু বাংলাদেশের

কিছুদিন আগে সাফ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। সাফ জয়ের পর অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইপর্বে খেলছে বাংলাদেশ।

যেখানে আজ সিরিয়ার বিপক্ষে ৪-০ গোলের বড় হার দিয়ে যাত্রা শুরু করেছে কোচ মারুফুল হকের শিষ্যরা।  

ম্যাচের শুরু থেকেই বাংলাদেশের উপর চড়াও হয়ে খেলতে থাকে সিরিয়া। শক্তিমত্তায় বাংলাদেশের চেয়ে ঢের এগিয়ে থাকা দলটি মাঠের খেলায় শুরু থেকেই নিজেদের আধিপত্য দেখিয়েছে। চাপ ধরে রেখে পঞ্চম মিনিটেই এগিয়ে যায় সিরিয়া। বক্সের ডান প্রান্ত থেকে আনাস দাহানের ক্রসে গোলবারের কাছে থাকা কাওয়া ইসা ট্যাপ-ইন করে দলকে এগিয়ে দেন। গোছানো আক্রমণ থেকে এগিয়ে যায় যুদ্ধবিধ্বস্ত দেশের দলটি।

ম্যাচের ১২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ইওসা কানজ। মোহাম্মদ আলমুসতাফার ক্রসে হেড করে দলকে ২-০ গোলে লিড এনে দেন তিনি। প্রথামার্ধে সিরিয়াকে গোলের ব্যবধান বাড়াতে দেয়নি বাংলাদেশ।  

দ্বিতীয়ার্ধেও আধিপত্য ধরে রেখে খেলতে থাকে সিরিয়া। ৭২তম মিনিটে বাংলাদেশের দুই ডিফেন্ডারের মধ্য দিয়ে শট নেন হাশেম আলহাম্মামির সেই শট ফিরিয়ে দেন গোলরক্ষক ইসমাইল মাহিন। ফিরতি বলে প্লেসিং শটে দলকে এগিয়ে দেন ওয়াসিম ধুকান।  

৮০তম মিনিটে ব্যবধান ৪-০ করেন আনাস দাহান। প্রথম গোলের যোগানদাতা ছিলেন সিরিয়ার এই ফুটবলার। বক্সের বাঁ-প্রান্ত থেকে বাঁকানো ফ্রি-কিক শট নেন আনাস বাংলাদেশের গোলরক্ষকের হাত ছুঁয়ে বল জালে জড়ালে সহজেই বড় জয় নিয়ে মাঠ ছাড়ে সিরিয়া।

বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২৪
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।